department of Urban Local Body, Haryana invites online applications for the following post.
Post: Surveyor.
Total vacancy: 110.
Eligibility: Graduate/ Diploma Engineering pass.
Salary: 30,000/- per month.
Last Date of Online Application: 23rd May, 2025.
…………………………………………………………………………………………………………………………………………………..
হরিয়ানার পৌরসভায় ১১০ সার্ভেয়র
হরিয়ানা রাজ্যের মানেসর পৌরসভা, পঞ্চকুলা পৌরসভা ও নারানাউল পৌরসভায় ১১০ জন ‘সার্ভেয়র’ নিয়োগ করা হবে৷ ৬ মাসের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ মে, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং / জিয়ো-ইনফরমেটিক্স রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১০ (পঞ্চকুলা পৌরসভা ৩২, মানেসর পৌরসভা ৪৬, নারানাউল পৌরসভা ৩২)৷ এককালীন বেতন: প্রতিমাসে ৩০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ulbharyana.gov.in/recruitment ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (হালকা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, শংসাপত্র ও অভিজ্ঞতার শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://ulbharyana.gov.in/
Official Notification: Click Here
Apply link: CLICK HERE