Online applications are invited for recruitment to the following post at various units of Headquarters Andaman and Nicobar Command.
Post: Tradesman mate
Total vacancy: 112
Eligibility: Matriculation & ITI in relevant trades
Age limit: 18 to 25 years as on 06/09/2022.
Salary: Rs. 18,000 – Rs. 56,900
Last Date of Online Application: 06/09/2022 till 5pm
…………………
ভারতীয় নৌবাহিনীর হেডকোয়ার্টারস আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডে ট্রেডসম্যান মেট পদে ১১২ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে ও স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কার্পেন্টার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেন্যান্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট VI), কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান (ডিএসটি), ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিকস মেকানিকস, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফিটার (ওএসটি), ফাউন্ড্রিম্যান, ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেণ্ট মেকানিক, মেশিনিস্ট, মেশিনিস্ট (গ্রিনডার), মেকানিক মেইনটেন্যান্স (কেমিক্যাল প্ল্যান্ট), মেরিন ইঞ্জিন ফিটার, মেরিন ফিটার, মেক. রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অফ হেভি ভেহিকেল, মেকানিক (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং), মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার, মেকানিক কনজিউমার ইলেকট্রনিকস, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিকস কমিউনিকেশন সিস্টেম, মেকানিক ডিজেল, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকস, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, মেকানিক মেকাট্রনিকস, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, মেটাল কাটিং অ্যাটেনডেন্ট VI), অপারেটর অ্যাডভান্সড মেশিন টুলস, পেইন্টার জেনারেল, প্লাম্বার, পাম্প অপারেটর-কাম-মেকানিক, শিট মেটাল ওয়ার্কার, শিট মেটাল ওয়ার্কার (ডিএ), টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিকস সিস্টেম, টুল অ্যান্ড ডাই মেকার (ডাইস অ্যান্ড মোল্ডস), টুল অ্যান্ড ডাই মেকার (প্রেস টুলস জিগস এন্ড ফিক্সচারস), ওয়েল্ডার, ওয়েল্ডার (ডিএ), ওয়েল্ডার (ফেব্রিকেশন অ্যান্ড ফিটিং), ওয়েল্ডার (জিএমএডব্লু অ্যান্ড জিটিএডব্লু), ওয়েল্ডার (পাইপ), ওয়েল্ডার (স্ট্রাকচারাল), ওয়েল্ডার (ওয়েল্ডিং অ্যান্ড ইন্সপেকশন), ওয়্যারম্যান, টেলর (জেনারেল), সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷
বয়স: ৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: ১১২ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৮, ওবিসি ৩২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত রয়েছে৷
বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.andaman.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) এবং কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (৫০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে দরখাস্তের ভিত্তিতে ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫ নম্বর), জেনারেল ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন (২৫ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্ঢিটিউড / কোয়ান্টিটেটিভ এবিলিটি (২৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২৫ নম্বর)৷ লিখিত পরীক্ষাকেন্দ্র- পোর্ট ব্লেয়ার৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.andaman.gov.in
Official Notification: Click Here