Eastern Coalfield Limited invites online applications for PGPT and PDPT Apprenticeship.
Post: PGPT Apprentice, PDPT Apprentice.
Total vacancy: 1123. PGPT Apprentice: 280, PDPT Apprentice: 843.
Eligibility: Degree / Diploma Engineering pass.
Stipend: post wise different.
Last Date of Online Application: 11th September, 2025.
………………………………………………………..
ইস্টার্ন কোলফিল্ডে ১১২৩ অ্যাপ্রেন্টিস
ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ‘পিডিপিটি অ্যাপ্রেন্টিস ও ‘পিজিপিটি অ্যাপ্রেন্টিস’ পদে ১১২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা-: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে৷
আবেদন: আগ্রহী প্রার্থীদের প্রথমে ন্যাটস পোর্টালে (https://nats.education.gov.in) ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নাম নথিভুক্ত হওয়ার পর বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং (বিওপিটি) থেকে একটি কললেটার ইস্যু করা হবে৷ কল লেটারে ইস্যু করা তারিখ অনুযায়ী আনুষঙ্গিক নথিগুলি নিয়ে নিম্নলিখিত অফিসে উপস্থিত হতে হবে —Office of General Manager, HRD, Dishergarh, Paschim Burdwan, WB – 713333 আনুষঙ্গিক নথিগুলি হল —ন্যাটস পোর্টালে রেজিস্ট্রেশন করার পর প্রাপ্তনরেজিস্ট্রেশন নম্বর নিয়ে www.easterncoal.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে পূণর করা দরখাস্ত, মাধ্যমিক পাশের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ফাইনাল ইয়ার ডিগ্রি / ডিপ্লোমা পাশের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ফাইনাল ইয়ার ডিগ্রি / ডিপ্লোমা পাশের স্বপ্রত্যয়িত মার্কশিটে -এর প্রতিলিপি, ন্যাটস এর রেজিস্ট্রেশনের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ই-আধার কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ব্যাঙ্ক ডিটেইলস এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি, কাস্ট সার্টিফিকেটের (যদি থাকে) স্বপ্রত্যয়িত প্রতিলিপিক্ষ্ম৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.easterncoal.nic.in/notices/recruitmentheader.aspx
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০/৮ /২০২৫)।