Advt. No. 02 /2022-FCI Category-II
Food Corporation of India invites online applications from Indian Nationals for the following posts.
Post: Manager (in various streams).
Total vacancy: 113.
Eligibility: stream wise different.
Age: stream wise different.
Pay Scale: 40,000/- to 1,40,000/-.
Last Date of Online Application : 26th September, 2022 till 4 pm.
………………………………
কেন্দ্রীয় সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা ভারতে ১১৩ জন ‘ম্যানেজার’ নিয়োগ করবে৷ জেনারেল, ডিপোট, মুভমেন্ট, অ্যাকাউন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও হিন্দি শাখায় এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজার-জেনারেল (পোস্ট কোডA): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবিন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা সিএ / আসিডব্লুএ / সিএস পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: ইস্ট জোন ১ (তঃজাঃ)৷ নর্থ জোন ১ (ওবিসি)৷ সাউথ জোন ৫ (জেনাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ওয়েস্ট জোন ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ নর্থ ইস্ট জোন ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩,আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(২) ম্যানেজার-ডিপোট (পোস্ট কোডB): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবিন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা সিএ / আসিডব্লুএ / সিএস পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: ইস্ট জোন ২ (জেনাঃ১, ওবিসি ১)৷ নর্থ জোন ৪ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ সাউথ জোন ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ ওয়েস্ট জোন ৬ (জেনাঃ ৪, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্থ ইস্ট জোন ১ (অসংরক্ষিত)৷
(৩) ম্যানেজার-মুভমেন্ট (পোস্ট কোডC): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬ শতাং নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবিন্ধী প্রার্থীদের বেলায় ৫ শতাং নম্বর) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা সিএ / আসিডব্লুএ / সিএস পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: ইস্ট জোন ১ (তঃজাঃ)৷ নর্থ জোন ৫ (জেনাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৪) ম্যানেজার-অ্যাকাউন্টস (পোস্ট কোডD): (ক) দ্য ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া বা দ্য ইনস্টিটিউট কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বা দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকতে হবে অথবা (খ) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাশের পর ফিন্যান্সে ২ বছরের ডিগ্রি / ডিপ্লোমা / এমবিএ পাস বা ৩ বছরের ডিগ্রি / ডিপ্লোমা / আংশিক সময়ের এমবিএ (ফিন্যান্স) বা ইউজিসি-এআইসিটিই -ডিইসি জয়েন্ট কমিটি দ্বারা অনুমোদিত দূরবর্তী শিক্ষার মাধ্যমে ফিন্যান্সে ডিগ্রি / ডিপ্লোমা / এমবিএ পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: ইস্ট জোন ১০ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্থ জোন ১৪ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ সাউথ জোন ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ ওয়েস্ট জোন ৫ (তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্থ ইস্ট জোন ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷
(৫) ম্যানেজার-টেকনিক্যাল (পোস্ট কোডE): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে বি.এসসি বা ফুড সায়েন্সে বি.ই / বি.টেক বা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি / ফুড টেকনোলজি / ফুড প্রসেসিং টেকনোলজি / ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং / ফুড প্রসেসিং / ফুড প্রিজার্ভেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক বা বায়ো-টেকনোলজি / ইন্ডাস্ট্রিয়াল বায়ো-টেকনোলজি / বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / এগ্রিকালচারাল বায়ো-টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: ইস্ট জোন ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্থ জোন ৯ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সাউথ জোন ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ ওয়েস্ট জোন ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩)৷ নর্থ ইস্ট জোন ২ (অসংরক্ষিত)৷
(৬) ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোডF): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: নর্থ জোন ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রষর প্রার্থী ১)৷ সাউথ জোন ২ (অসংরক্ষিত)৷ নর্থ ইস্ট জোন ১ (অসংরক্ষিত)৷
(৭) ম্যানেজার-ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোডG): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: নর্থ জোন ১ (অসংরক্ষিত)৷
(৮) ম্যানেজার-হিন্দি (পোস্ট কোডH): হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি ও ইংরেজি মাধ্যমে যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয়ে পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা হিন্দিতে গবেষণা / অধ্যাপনা / সাংবাদিকতার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংস্কৃত বা মডার্ন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ জোন অনুযায়ী যোগ্যতা: নর্থ জোন ১ (অসংরক্ষিত)৷ সাউথ জোন ১ (অসংরক্ষিত)৷ নর্থ ইস্ট জোন ১ (অসংরক্ষিত)৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
বেতনক্রম: সব পদের বেলায় বেতনক্রম হবে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.fci.gov.in ওয়েবসাইটের ‘APPLY ONLINE’ বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজ) সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় নিম্নলিখিত বয়ানটি নিজের হাতে লিখে (৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে – ‘I, _______ (Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.’৷ দরখাস্তের ফি ৮০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ একজন প্রার্থী যে কোনও একটি জোনের একটি পদের জন্যই আবেদন করতে পারবেন৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের সুবিধা পাবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’পর্যায়ের৷ ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের ফেজ-১ লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট সমময়), রিজনিং এবিলিটি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট সময়), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউিড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট সময়), জেনারেল স্টাডিজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট সময়)৷ ফেজ-১ পরীক্ষায় সফল হলে প্রার্থীদের ফেজ-২ পরীক্ষা দিতে হবে৷ জেনারেল, ডিপো, মুভমেন্ট শাখার বেলায় ফেজ-২ পরীক্ষা হবে ১টি পেপারের৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ইন্টারভিউ দিতে হবে৷ হিন্দি শাখা ছাড়া অন্যান্য শাখার নির্বাচিত প্রার্থীদের প্রথমে ৬ মাসের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন তারা প্রতি মাসে ৪০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ সফলভাবে ট্রেনিং শেষে তারা ম্যানেজার পদে নিয়োজিত হবে৷ হিন্দি শাখার প্রার্থীদের কোনও ট্রেনিং হবে না৷ তারা সরাসরি ‘ম্যানেজার’ পদে নিয়োগ হবেন৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড www.fci.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে৷ ডাকযোগে কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ পশ্চিমবঙ্গে ফেজ-১ পরীক্ষার কেন্দ্রগুলি হল – বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, শিলিগুড়ি ও ফেজ-২ পরীক্ষার কেন্দ্রগুলি হল – বৃহত্তর কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://fci.gov.in/
Get details: Click Here