Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

113 TRADE APPRENTICES IN RRCAT / কেন্দ্রীয় সংস্থায় ১১৩ ট্রেড অ্যাপ্রেন্টিস

Advt. No. RRCAT-5/2021

Raja Ramanna Centre for Advanced Technology (RRCAT) is inviting applications for the following post.

Post: Trade Apprentice

Total Vacancy: 113

Eligibility: Class X pass & ITI pass in relevant trades.

Training Period: 1 Year

Stipend: Rs. 11,600

Last Date of Online Application: 17th August, 2022 till 3pm.

………………………….

ভারত সরকারের পারমাণবিক দপ্তরের অধীনস্থ সংস্থা রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি, মধ্যপ্রদেশ ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১১৩ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ আগস্ট, ২০২২ বিকেল ৩টে-র মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশের পর ২০১৯ সাল বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১৫ নভেম্বর, ২০০০ থেকে ১৪ নভেম্বর, ২০০৪-এর মধ্যে৷ মোট শূন্যপদ: ১১৩ (জেনাঃ ৫৭, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ২৩, ওবিসি-এনসিএল ১৭)৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: ১৫, (২) ইলেকট্রনিক্স মেকানিক / ইনস্ট্রুমেন্ট মেকানিক / মেকানিক কনজিউমার ইলেকট্রনিক্স / মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স / মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স: ১৫, (৩) ডেটা এন্ট্রি অপারেটর: ১৫, (৪) সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ১৪, (৫) ইলেকট্রিশিয়ান: ১০, (৬) টার্নার: ৮, (৭) ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৬, (৮) মেশিনিস্ট : ৬, (৯) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ৩, (১০) মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ৪, (১১) ইলেকট্রোপ্লেটার: ৩, (১২) সিওপিএ: ৩, (১৩) প্লাম্বার: ২, (১৪) ড্রাইভার-কাম-মেকানিক (লাইট মোটর ভেহিকেল): ৪, (১৫) সার্ভেয়র: ১, (১৬) ম্যাসন: ১, (১৭) ড্রাফটসম্যান (সিভিল): ১, (১৮) পাম্প অপারেটর কাম মেকানিক: ১, (১৯) কার্পেন্টার: ১৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ১১,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে৷

আবেদন করার পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে দরখাস্ত করতে হবে www.rrcat.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, আইটিআই মার্কশিট ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আধার কার্ড, রঙিন পাসপোর্ট ছবি, সই, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) জেপিজি / পিডিএফ ফরম্যাটে ৩০০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ মেরিট লিস্ট প্রকাশিত হবে ২৯ আগস্ট, ২০২২৷ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে ৭ সেপ্টেম্বর, ২০২২৷ নথিপত্র যাচাই ও মেডিকেল টেস্ট হবে ৭ নভেম্বর, ২০২২ থেকে ১২ নভেম্বর, ২০২২ পর্যন্ত৷ ট্রেনিং শুরু হবে ১৫ নভেম্বর, ২০২২ থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  www.rrcat.gov.in

Official Notification: Click Here

Registration Link:  Click Here

Apply Online: click here

Share it :