Advt. No. 122/2025
SJVN Limited invites online applications for the following posts.
Post: Executive Trainee
Total vacancy: 114
Eligibility: Bachelor’s degree, PG, CA/ICWA-CMA (post-wise different)
Age Limit: 30 years as on 18/05/2025
Salary: Rs. 50,000 – Rs. 1,60,000
Last Date of Online Application: 18/05/2025till 6pm
এসজেভিএন লিমিটেডে ১১৪ এক্সিকিউটিভ ট্রেনি
কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা এসজেভিএন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে ১১৪ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ মে, ২০২৫ সন্ধ্যা ৬টার মধ্যে৷
বয়স: ১৮ মে, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১১৪।
বেতনক্রম: প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sjvn.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৬০০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, আর্থিকভাবে অনগ্রসর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official website: https://sjvnindia.com
Official Notification: CLICK HERE