Advt No. Estt. /2022/Gr_C5/2011
Advt No. Estt. /2022/Gr_B1/2003
Advt No. Estt. /2022/Gr_B2/2004
Advt No. Estt. /2022/Gr_B3/2005
Advt No. Estt. /2022/Gr_B4/2006
Advt No. Estt. /2022/Gr_C1/2007
Advt No. Estt. /2022/Gr_C2/2008
Advt No. Estt. /2022/Gr_C3/2009
Advt No. Estt. /2022/Gr_C4/2010
Sardar Vallabhbhai National Institute of Technology Surat (SVNIT) invites online applications for the following posts through different advertisements.
Post: Senior Technician, Technician, Superintendent, Junior Engineer, Student Activity & Sports Assistant, Library and Information Assistant, Technical Assistant, Pharmacist, Junior Assistant, Senior Assistant, Office Attendant.
Total vacancy: 114. Senior Technician: 13, Technician: 25, Superintendent: 6, Junior Engineer: 7, Student Activity & Sports Assistant: 2, Library and Information Assistant: 3, Technical Assistant: 17, Pharmacist: 1, Junior Assistant: 15, Senior Assistant: 8, Office Attendant: 17.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 2nd December, 2022 till 5 pm.
……………………………
সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরাট ৯টি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ড্যান্টপদে ১১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র টেকনিশিয়ান: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি – ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(২) টেকনিশিয়ান: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ৯ (জেনাঃ ৪, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৩ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ১)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷
(৩) সুপারিনটেন্ডেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৪) জুনিয়র ইঞ্জিনিয়ার: প্রথম শ্রেণির নম্বরসহ সিভিল / ইলেকট্রিক্যাল শাখায় বি.ই / বি.টেক বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷ শাখা অনুযায়ী শূন্যপদ: সিভিল – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ ইলেকট্রিক্যাল – ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৫) স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট: প্রথম শ্রেণির নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থীর কলেজ / বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে স্পোর্টস অ্যান্ড ড্রামা / মিউজিক / ফিল্মস / পেইন্টিং / ফোটোগ্রাফি / জার্নালিজম / ইভেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করার রেকর্ড থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৬) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: প্রথম শ্রেণির নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পিজিডিসিএ পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: প্রথম শ্রেণির নম্বরসহ সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বি.এসসি পাশ বা এমসিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭৷ শাখা অনুযায়ী শূন্যপদ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি – ২ (অসংরক্ষিত)৷ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ৪ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ২)৷ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৮) ফার্মাসিস্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বি.ফার্মা পাশ বা প্রথম শ্রেণির নম্বরসহ ফার্মাসি’তে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷
(৯) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজে দক্ষ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷
(১০) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজে দক্ষ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ ও স্টেনোগ্রাফি জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷
(১১) অফিস অ্যাটেন্ড্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷
উল্লিখিত সব পদের জন্যই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইে দরখাস্ত করতে হবে http://www.svnit.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ একাধিক পদে দরখাস্তের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে ফি জমা দেবার রসিদ ও আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে ১২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Deputy Registrar (Establishment), Sardar Vallabhbhai National Institute of Technology (SVNIT), Ichchhanath, Dumas Road, Surat – 395007৷ খামের উপর লিখতে হবে ‘Application for the post of __, Application ID No.___’৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.svnit.ac.in/
Get details: Click Here