Advt.. No. PGI/RC/048/2025/5706
Postgraduate Institute of Medical Education & Research (PGIMER), Chandigarh invites online applications for the various Gr. B and C posts.
Post: various.
Total vacancy: 114.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last date of Online Application: 13th July, 2023
………………………………………………………………………………………………………..
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে ১১৪ কর্মী
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড় লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান (ল্যাব), জুনিয়র টেকনিশিয়ান (এক্স রে), জুনিয়র টেকনিশিয়ান (রেডিয়োথেরাপি), টেকনিশিয়ান ও.টি, ডেন্টাল হাইজিনিস্ট গ্রেডটু, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, রিসেপশনিস্ট, জুনিয়র অডিটর, নার্সিং অফিসার, স্টোর কিপার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (আপার ডিভিশন ক্লার্ক), জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (লোয়ার ডিভিশন ক্লার্ক) পদে ১১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: প্রথম / দ্বিতীয় শ্রেণীর নম্বর-সহ আইন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো অ্যাডভোকেটের অ্যাপ্রেন্টিস হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা বি.এসসি মেডিক্যাল ল্যাব টেকনোলজি পাশ হতে হবে অথবা বি.এসসি পাশের পর মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা বি.এসসি মেডিক্যাল টেকনোলজি (এক্সরে) / বি.এসসি মেডিক্যাল টেকনোলজি রেডিয়োলজি / বি.এসসি মেডিক্যাল টেকনোলজি রেডিয়ো-ডায়াগনসিস / বি.এসসি মেডিক্যাল টেকনোলজি রেডিয়ো-ডায়াগনসিস অ্যান্ড ইমেজিং টেকনোলজি পাশ হতে হবে৷ অথবা বি.এসসি মেডিক্যাল টেকনোলজি (রেডিয়োলজি / রেডিয়োথেরাপি) পাশ হতে হবে৷ অথবা বি.এসসি মেডিক্যাল টেকনোলজি (অপারেশন থিয়েটার / অ্যানাস্থেটিকস) পাশ হতে হবে৷ অথবা বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডেন্টাল হাইজিনিস্ট-এ ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ ডেন্টাল হাইজিনিস্ট হিসেবে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা এম.এসসি (ফুড অ্যান্ড নিউট্রিশন) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও জার্নালিজম / পাবলিক রিলেশন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ বি.কম পাশ হতে হবে ও অ্যাকাউন্টসের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা নার্সিং বিষয়ে বি.এসসি অনার্স / বি.এসসি / পোস্ট বেসিক বি.এসসি পাশ হতে হবে অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশের পর ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ অথবা ম্যাথস / ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিসটিক্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ম্যাথস / ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিসটিক্স / ফিন্যান্স বিষয়ে এমবিএ / পোস্টগ্র্যাজুয়েট পাশ হতে হবে৷ অথবা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটারে দক্ষ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ সরকারি বা কোনো স্বশাসিত সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)। বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.pgimer.edu.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৮০০ টাকা) অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ ট্রান্সজাকশন চার্জ অতিরিক্ত৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://pgimer.edu.in/PGIMER_PORTAL/PGIMERPORTAL/Vacancies/JSP/VACANCIE_VIEW.jsp?countt=0
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)।