Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

116 APPRENTICES IN DRDO-ITR / প্রতিরক্ষা সংস্থায় ১১৬

Advt. No. ITR/HRD/AT /06/2021

Defence Research and Development Organisation (DRDO) – Integrated Test Range (ITR) has invited applications for recruitment to the post of Graduate Apprentice, Technician (Diploma) Apprentice, Trade Apprentice.

Post: Graduate Apprentice, Technician (Diploma) Apprentice, Trade Apprentice.

Total Vacancy: 116

Graduate Apprentice- 50

Technician (Diploma) Apprentice- 40

Trade Apprentice- 26

Eligibility: The fresh pass out candidates (passing their B.E/ B.Tech / Diploma / BBA / B.Com / I.T.I degree in 2019, 2020, 2021) only can apply.

Training Period: 12 Months

Stipend: Graduate Apprentice – Rs. 9000, Technician (Diploma) Apprentice – Rs. 8000, Trade Apprentice- As per Govt. rules.

Last date of Online Application: 15 November, 2021 (upto 5:30 PM).

………………….

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ল্যাবরেটরি (চাঁদিপুর) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১১৬ জন নিয়োগ করবে৷ ২০১৯, ২০২০ ও ২০২১ সালে বিই / বিটেক / ডিপ্লোমা / বিবিএ / বিকম / আইটিআই পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ নভেম্বর, ২০২১ সকাল ৯টা থেকে ১৫ নভেম্বর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট বিষয়ে বিই / বিটেক / বিবিএ / বিকম / বি. লাইব্রেরি সায়েন্স ডিগ্রি থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ : (ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১১৷ (খ) ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন  ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং,  ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স (রোবোটিক্স), এমবেডেড সিস্টেম -১১৷ (গ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৩৷ (ঘ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৪৷ (ঙ) সিভিল ইঞ্জিনিয়ারিং – ১৷ (চ) অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং – ২৷ (ছ) লাইব্রেরি সায়েন্স – ২৷ (জ) পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং – ২৷ (ঝ) সেফটি ইঞ্জিনিয়ারিং – ৪৷ (ঞ) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন – ৫৷ (ট) ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কস্ট অ্যাকাউন্টিং – ৫৷

(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ : (ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১০৷ (খ) ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন  ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স (রোবোটিক্স), এমবেডেড সিস্টেম -১০৷ (গ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৫৷ (ঘ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ৩৷ (ঙ) সিভিল ইঞ্জিনিয়ারিং – ২৷ (চ) সিনেমাটোগ্রাফি – ২৷ (ছ) মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি – ২৷ (জ) টুল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি – ২৷ (ঝ) হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি – ২৷ (ঞ) এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং – ২৷

(৩) ট্রেড অ্যাপ্রেন্টিস : সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অনুমোদিত আইটিআই পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : (ক) কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান – ৩৷ (খ) ইলেকট্রিশিয়ান – ৫৷ (গ) মেকানিক (মোটর ভেহিকেল) – ১০৷ (ঘ) মেকানিক পাওয়ার ইলকট্রনিক্স (ইনভার্টারস, ইউপিএস অ্যান্ড মেন্টেন্যান্স অফ ড্রাইভস) – ৫৷ (ঙ) মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার – ৩৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা ও ট্রেড অ্যাপ্রেন্টিসরা সরকারি নিয়মানুসারে স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে বিই / বিটেক / ডিপ্লোমা প্রার্থীদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটে ও আইটিআই  প্রার্থীদের http://apprenticeshipindia.org ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নং থাকতে হবে৷ বিবিএ ও বিকম প্রার্থীরা সরাসরি দরখাস্ত করতে পারবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে https://rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)-সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি আপলোড করতে হবে৷ নিদেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা / লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য https://www.drdo.gov.in ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.drdo.gov.in

Official Notificationhttps://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/DRDO-ITR-chandipur19102021.pdf

Apply Onlinehttps://rac.gov.in

Share it :