Advt. no. 02/22
Delhi Subordinate Services Selection Board invites online applications for the following post.
Post: Junior Engineer (electrical).
Total vacancy: 116.
Eligibility: Degree or diploma engineering passed in relevant discipline.
Age limit: department wise different.
Pay scale: department wise different.
Last Date of Online Application: 18 January, 2022.
……………………………………………………………………………..
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ‘জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / সেকশন অফিসার (ইলেকট্রিকাল)’ পদে ১১৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে (বিজ্ঞপ্তি নং ০২ / ২২)৷ নিয়োগ হবে দিল্লি সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে৷ দরখাস্ত করতে হবে অনলানে ৯ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷
দপ্তর অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা- (১) নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৩) ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৫) দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড: ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৬) দিল্লি ট্রান্সকো লিমিটেড: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৭ (তঃজা ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি এনসিএল ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ বেতনক্রম: মূল বেতন ১০,৯০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৭) দিল্লি স্টেট ইন্ডাস্টিয়াল অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল, ইনস্টুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ / পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (তঃজা ৫, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ২)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৮) নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৭ (জেনাঃ ১৫, তঃজা ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম: মূল বেতন ১০,৯০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৯) দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in বা www.dsssb.delhi.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে দুই পর্যায়ের লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://dsssb.delhi.gov.in/content/vacancy-advertised
Get details: Click Here