Advertisement No.: 03/Rectt./2025
Mineral Exploration & Consultancy Ltd. (MECL) invites online applications for the following posts.
Post: Accountant, Hindi Translator, Technician, Assistant, Stenographer, Electrician, Machinist, Mechanic, Mechanic cum Operator, Junior driver.
Total vacancy: 177.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Application fee: Rs. 500/-.
Last date of online application: 5th July, 2025.
……………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১১৭ কর্মী
রাষ্ট্রায়ত্ত সংস্থা মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (এমইসিএল) অ্যাকাউন্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টেকনিশিয়ান, মেকানিক, মেকানিক কাম অপারেটর, জুনিয়র ড্রাইভার পদে ১১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ২০ মে, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ জুলাই, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে সিএ / আইসিডব্লুএ-র ইন্টারমিডিয়েট পাশ হতে হবে৷ অথবা হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে হিন্দি ও ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সার্ভে / ড্রাফটসম্যানশিপ ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ অথবা বি.এসসি পাশ হতে হবে৷ অথবা ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট বা বি.কম পাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লিখতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর আইটিআই পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)
আবেদন : অনলাইনে আবেদন করতে হবে www.mecl.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৫০০ টাকা জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://mecl.co.in/Index.aspx?Lng=HI
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৮ /৬ /২০২৫)।