Advt. no. 05/25
Delhi Subordinate Services Selection Board invites online applications for the following post.
Post: Assistant Teacher (Primary).
Total vacancy: 1180.
Eligibility: 12th/Graduate with certificat / diploma in Elementary Education or B.El.Ed.
Age limit: within 30 years (as on 16/10/2025).
Pay scale: 35,400/- to 1,12,400/-.
Last Date of Online Application: 16th October, 2025.
……………………………………………..
দিল্লি সাবর্ডিনেট সার্ভিসে ১১৮০ অ্যাসিস্ট্যান্ট টিচার
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের অধীনস্থ শিক্ষা দপ্তর ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ‘অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি)’ পদে ১১৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২টা থেকে ১৬ অক্টোবর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি), গ্রুপ বি (পোস্ট কোড ৮০২/২৫): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ২ বছরের ডি.এলএড পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে এনসিটিই থেকে ২ বছরের ডি.এলএড পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ৪ বছরের বি.এলএড পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ২ বছরের ডি.এলএড (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে অথবা গ্র্যাজুয়েট সঙ্গে ২ বছরের ডি.এলএড পাশ হতে হবে৷ সিটেট পাশ হতে হবে৷ মাধ্যমিক স্তরে ইংরেজি / হিন্দি / পঞ্জাবি / উর্দু ভাষা পড়ে থাকতে হবে৷অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ প্রাইমারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ বা ইটিই / জেবিটি / ডিআইইটি -এ সার্টিফিকেট পাশ বা বি.এল.এড পাশ হতে হবে৷ মাধ্যমিক স্তরে হিন্দি ভাষা পড়ে থাকতে হবে৷
বয়স: ১৬ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://dsssb.delhi.gov.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।