Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

119 APPRENTICES IN BDL / ভারত ডায়নামিক্সে ১১৯ অ্যাপ্রেন্টিস

Bharat Dynamics Limited is inviting applications for engagement of Apprentices.

Post: Graduate Apprentice, Technician (Diploma) Apprentice.

Total Vacancy: 119

Graduate Apprentice- 83

Technician (Diploma) Apprentice- 36

Eligibility: Graduate / Diploma in relevant Engineering streams in 2019 / 2020 / 2021 / 2022.

Training Period: 1 Year

Stipend: Graduate Apprentice- Rs. 9000, Technician (Diploma) Apprentice- Rs. 8000

Last Date of Online Application: 30/11/2022

…………………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ডায়নামিক্স লিমিটেড, ভানুর টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসগ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ১১৯ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ২০১৯ / ২০২০ / ২০২১ / ২০২২ সালে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়সসীমা ও শারীরিক মাপকাঠি অ্যাপ্রেন্টিসশিপ নিয়মানুযায়ী ধার্য করা হবে৷ শূন্যপদ: ৩৬৷ (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১৪, (২) সিএসই / আইটি- ৪, (৩) ইসিই- ৪, (৪) ইইই- ৮, (৫) সিভিল ইঞ্জিনিয়ারিং- ৬৷

(খ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২০১৯ / ২০২০ / ২০২১ / ২০২২ সালে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ বয়সসীমা ও শারীরিক মাপকাঠি অ্যাপ্রেন্টিসশিপ নিয়মানুযায়ী ধার্য করা হবে৷ শূন্যপদ: ৮৩৷ (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৩৫, (২) সিএসই / আইটি- ১০, (৩) ইসিই- ২৫, (৪) ইইই- ৮, (৫) সিভিল ইঞ্জিনিয়ারিং- ২, (৬) ইআইই- ১, (৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ২।

উল্লিখিত পদগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ওবিসি, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার জন্য www.mhrdnats.gov.in পোর্টালে ২৫ নভেম্বর, ২০২২-এর মধ্যে নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নাম নথিভুক্ত করে ইউনিক এনরোলমেণ্ট নম্বর সংগ্রহ করার পর উল্লিখিত ওয়েবসাইটে লগ-ইন করে ‘BHARAT DYNAMICS LIMITED’ এস্টাবলিশমেন্টে গিয়ে ‘apply for BDL– Bhanur’-এ ক্লিক করে দরখাস্ত পূরণ করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitewww.mhrdnats.gov.in

Official Notification: Click Here

Share it :