BEML India invites online applications for the following post.
Post: Junior Executive.
Total vacancy: 119.
Eligibility: discipile wise different.
Age limit: within 29 years (as on 26/09/2025).
Salary: Rs.35,000 per month in the first year, Rs.37,250 per month in the second year, Rs.40,000 per month in the third year, Rs.43,000 per month in the fourth year,.
Last Date of Online Application: 26th September, 2025.
……………………………………….
বিইএমএল লিমিটেডে ১১৯ জুনিয়র এক্সিকিউটিভ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ মাল্টি-টেকনোলজি কোম্পানি বিইএমএল লিমিটেডে ‘জুনিয়র এক্সিকিউটিভ’পদে ১১৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ৪ বছরের চুক্তিতে এই নিয়োগ হরে৷বয়স: ২৬ সেপ্ঢেম্বর, ২০২৫ এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র এক্সিকিউটিভ – মেকানিক্যাল, পোস্ট কোড জেই-০১: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ স ময়ের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ৮৮ (জেনাঃ ৩৮, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৬, ওবিসিএনসিএল ২৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷
(২) জুনিয়র এক্সিকিউটিভ – ইলেকট্রিক্যাল, পোস্ট কোড জেই-০২: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৩) জুনিয়র এক্সিকিউটিভ – মেটালার্জি, পোস্ট কোড জেই-০৩: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেটালার্জি ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৪) জুনিয়র এক্সিকিউটিভ – আইটি, পোস্ট কোড জেই-০৪: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি শাখায় পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণীর নম্বর-সহ এমসিএ পাশ হতে হবে৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৫) জুনিয়র এক্সিকিউটিভ – ফিন্যান্স, পোস্ট কোড জেই-০৫: সিএ ইন্টার / সিএমএ ইন্টার বা প্রথম শ্রেণীর নম্বর-সহ ২ বছরের এমবিএ (ফিন্যান্স) পাশ হতে হবে৷শিক্ষালাভের পর সংশ্লিষ্টক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৬) জুনিয়র এক্সিকিউটিভ – রাজভাষা, পোস্ট কোড জেই-০৬: হিন্দি বিষয়ে ২ বছরের এম.এ পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা ইংরেজি মাধ্যমে গ্র্যাজুয়েট হতে হবে অথবা ইংরেজি বিষয়ে ২ বছরের এম.এ পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে বা হিন্দি মাধ্যমে গ্র্যাজুয়েট হতে হবে৷হিন্দি টাইপিং ও কম্পিউটার জানা আবশ্যক৷শিক্ষালাভেরপ র সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৭,৫০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৪৩,০০০টাকা পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.bemlindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷দরখাস্তের নির্দিষ্টস্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bemlindia.in/careers/
Official Notification: Click Here