Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

12 APPRENTICES IN IIT KANPUR / আইআইটি-তে ১২ অ্যাপ্রেন্টিস

IIT Kanpur is inviting applications for engagement of Apprentices.

Post: Graduate Apprentice

Total Vacancy: 12

Eligibility: Bachelor’s degree in Library Science/ Library and Information Science/ Documentation with 60% marks or its equivalent.

Training Period: 1 Year

Stipend: Rs. 9000

Last Date of Online Application: 4/12/2022

…………………………..

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কানপুর ১২ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ৬০ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে। শূন্যপদ: ১২। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন ও ছাড় রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mhrdnats.gov.in পোর্টালের মাধ্যমে। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷

Official Websitewww.mhrdnats.gov.in

Official Notification: Click Here

Share it :