Advt. no. 03/2022
Online applications are invited for the following posts in CSRI-Central Leather Research Institute.
Post: Technical Assistant grade III.
Total vacancy: 12
Eligibility: department wise different.
Age: maximum 28 years (as on 20/06/2022)
Pay Scale: 35,400/- to 1,12,400/-.
Last Date of Online Application: 20th June, 2022 till 11:00 pm.
………………………………..
সিএসআইআর-সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে ১২ জন ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি’ নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷
বিভাগ অনুযায়ী যোগ্যতা : (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইনর্গ্যানিক অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাব, চেন্নাই (পোস্ট কোডTA2201) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কেমিস্ট্রিতে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷
(২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেন্টার ফর হাই কম্পিউটিং, চেন্নাই (পোস্ট কোডTA2202) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ফিজিক্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চেন্নাই (পোস্ট কোডTA2203) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চেন্নাই (পোস্ট কোডTA2204) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পলিমার টেকনোলজিতে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পলিমার সায়েন্স / পলিমার টেকনোলজিতে বি.এসসি পাশের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ পিপিটি অ্যান্ড পলিমার অ্যানালিসিস / আইডেন্টিফিকেশনে ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যানিম্যাল হাউজ, চেন্নাই (পোস্ট কোডTA2205) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ লাইফ সায়েন্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷
(৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বায়োলজিক্যাল মেটিরিয়ালস ল্যাব, চেন্নাই (পোস্ট কোডTA2206) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ লাইফ সায়েন্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷
(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভান্স মেটিরিয়ালস ল্যাব, চেন্নাই (পোস্ট কোডTA2207) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রিতে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কেমিস্ট্রিতে এম.এসসি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷
(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেটার্স, চেন্নাই (পোস্ট কোডTA2208) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৯) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিএলআরআই রিজিয়োনাল সেন্টার, কানপুর (পোস্ট কোডTA2209) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷
(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোজেক্ট প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, চেন্নাই (পোস্ট কোডTA2210) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ লাইফ সায়েন্সে বি.এসসি পাশের পর ১ বছরের কোনো পেশাদারি কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী)৷
(১১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নলেজ পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, চেন্নাই (পোস্ট কোডTA2211) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রিতে বি.এসসি পাশ হতে হবে৷ বয়স : ২০ জুন, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷
বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷ সব মিলিয়ে চাকরির শুরুতে মোট মাইনে হবে ৬১,৮১৮ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://clri.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইটগুলি৷
Official website: https://www.clri.org/
Get details: Click Here