Advt. no. BCPL-NE/05/2021
Brahmaputra Cracer and Polymer Limited invites online applications for the following posts.
Post: Forman (Electrical) Trainee, Foreman (Mechanical) Trainee, Operator (Chemical) Trainee, Technician (Electrical) Trainee, Technician (Mechanical) Trainee, Accounts Assistant Trainee.
Total vacancy: 12. Forman (Electrical) Trainee 3, Foreman (Mechanical) Trainee 1, Operator (Chemical) Trainee 3, Technician (Electrical) Trainee 2, Technician (Mechanical) Trainee 2, Accounts Assistant Trainee1.
Eligibility: post wise different.
Age limit: within 30 years.
Stipend: post wise different.
Last Date of Online Application: 11 December, 2021.
…………………………………………………….
রাস্ট্রায়ত্ত সংস্থা ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল) ট্রেনি, ফোরম্যান (মেকানিক্যাল) ট্রেনি, অপারেটর (কেমিক্যাল) ট্রেনি, টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল) ট্রেনি, টেকনিশিয়ান (মেকানিক্যাল), অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে ১২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল) ট্রেনি: কমপক্ষে ৫৫% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৩,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(২) ফোরম্যান (মেকানিক্যাল) ট্রেনি: কমপক্ষে ৫৫% নম্বর সহ মেকানিক্যাল / প্রোডাকশন / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২৩,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(৩) অপারেটর (কেমিক্যাল) ট্রেনি: কমপক্ষে ৫০% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি বা কমপক্ষে ৫% নম্বর সহ কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি অনার্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(৪) টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল) ট্রেনি: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেক্ট্রিক্যাল / ওয়্যারম্যান ট্রেডে আইটিআই ট্রেডসম্যানশিপ / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(৫) টেকনিশিয়ান (মেকানিক্যাল) ট্রেনি: মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার / ডিজেল মেকানিক / মেশিনিস্ট / টার্নার ট্রেডে আইটিআই ট্রেডসম্যানশিপ / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(৬) অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট (এফ অ্যান্ড এ) ট্রেনি: কমপক্ষে ৫০% নম্বর সহ বি.কম পাশ ও কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.bcplonline.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা সই (৫০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে তার প্রয়োজন হবে৷ ১ জন প্রার্থী যেকোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, একাধিক দরখাস্ত করলে তা বাতিল করা হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড / স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://bcplonline.co.in/
Get details: https://bcplonline.co.in/UploadFiles/CareerUploadFiles/54_35_Detailed%20Advt.-NE-05-2021.pdf