Reserve Bank of India invites online applications for the following posts.
Post: Officers Grade B (DR)- General, Officers Grade B (DR)- DEPR, Officers Grade B (DR)- DSIM.
Total vacancy: 120. Officers Grade B (DR)- General: 83, Officers Grade B (DR)- DEPR: 17, Officers Grade B (DR)- DSIM: 20.
Eligibility: Graduate / PG
Age: 21-30 years (as on 1/9/2025).
Pay scale: Rs. 78,450 – Rs. 1,41,600.
Application Fee: Rs. 850 (Rs. 100 for SC/ST/PWD)
Last Date of Online Application: 30th September, 2025 till 6 pm.
…………………………………………….
রিজার্ভ ব্যাঙ্কে ১২০ গ্রেড-‘বি’ অফিসার
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রেড-‘বি’ অফিসার পদে ১২০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ এম.ফিল ডিগ্রি থাকা প্রার্থীরা ২ বছর ও পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীরা ৪ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে প্রতি মাসে ৭৮,৪৫০ টাকা থেকে ১,৪১,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷ সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে প্রতি মাসে ১,৫০,৩৭৪ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬টার মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর) হতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ইকোনমিক্স / কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স / ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স / ফিন্যান্সিয়াল ইকোনমিক্স / বিজনেস ইকোনমিক্স / অ্যাগ্রিকালচার ইকোনমিক্স / ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ফিন্যান্স / কোয়ান্টিটেটিভ ফিন্যান্স / ম্যাথমেটিক্যাল ফিন্যান্স / ইন্টারন্যাশনাল ফিন্যান্স / বিজনেস ফিন্যান্স / ব্যাংকিং অ্যান্ড ট্রেড ফিন্যান্স / ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রেড ফিন্যান্স / প্রোজেক্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স / অ্যাগ্রি বিজনেস ফিন্যান্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স / কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি বা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর)ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / বিগ ডেটা অ্যানালিটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স / কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / বিগ ডেটা অ্যানালিটিক্স বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://opportunities.rbi.org.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।