Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

120 PEONS AND ASSISTANTS IN PRESIDENCY UNIVERSITY / প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ১২০ পিওন ও অ্যাসিস্ট্যান্ট

Advt. No.  PU/2022/2/NT/GEN/04

Presidency University invites online applications from eligible candidates for the following posts.

Post: Junior Library Assistant, Technical Assistant Gr.-II, Junior Assistant, Junior Peon.

Total vacancy: 120. Junior Library Assistant: 23, Technical Assistant Gr.-II: 4, Junior Assistant: 78, Junior Peon: 15.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  4th August, 2022.

………………………………..

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র পিওন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট,  জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২  পদে ১২০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স :  ১৮ থেকে ৪০ বছরের মধ্যে  (ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তঃজাঃ/তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ আগস্ট ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (১) জুনিয়র পিওন : অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ ইংরাজী ভাষায় লিখতে পড়তে পারা ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ :  ১৫ ( জেনাঃ ৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম :  ১৮,৫০০ টাকা থেকে ৪৭,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েট, কম্পিউটার প্রশিক্ষিত, ইংরাজী ভাষায় সাবলিলতা ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ :  ৭৮ ( জেনাঃ ৪১, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৫, ওবিসি এ ৮, ওবিসি বি ৫, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২)৷ বেতনক্রম :  ২৭,৫০০ টাকা থেকে ৭০,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট : গ্র্যাজুয়েট ও লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ :  ২৩ ( জেনাঃ ১০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম :  ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২ : বি.এসসি/বিসিএ বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ এমসিএ/এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ :  ৪ ( জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম :  ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

নিয়োগের পর নির্বাচিত প্রার্থীদের ১ বছর প্রভিশন পিরিয়োডে থাকতে হবে৷ বয়সের হিসেব করতে হবে ৪ আগস্ট ২০২২ এর হিসেবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.presiuniv.ac.in/web/index.php

Get details: Click Here

 

Share it :