Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

124 VARIOUS POSTS IN AMDE / পরমাণু শক্তি বিভাগে ১২৪ নিয়োগ

Advt. No. AMD-3/2021

Applications are invited for the various following posts in the Atomic Minerals Directorate for Exploration & Research.

Post: Scientific Assistant  , Technician , Upper Division Clerk, Driver, Security Guard.

Total vacancy: 124.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 24 Octoer, 2021.

……………………………………

কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ সংস্থা অ্যাটমিক মিনারেলস ডিরেক্টোরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, টেকনিশিয়ান বি, আপার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, সিকিউরিটি গার্ড পদে ১২৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – ফিজিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স, জিয়োলজি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স বিষয় নিয়ে বি.এসসি (অনার্স) পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – কেমিস্ট্রি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স, জিয়োলজি ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ ম্যাথমেটিক্স, জিয়োলজি ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি (অনার্স) পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৩) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – জিয়োলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ জিয়োলজি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / ইলেক্ট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স নিয়ে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ  আইটি / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৬) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – ইলেক্ট্রিক্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৭) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি – সিভিল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(৮) টেকনিশিয়ান বি – ফিজিক্স / ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন মেকানিক / ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(৯) টেকনিশিয়ান বি – ল্যাবরেটরি: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর কেমিক্যাল প্ল্যান্ট / ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(১০) টেকনিশিয়ান বি – প্লাম্বার: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর প্লাম্বার ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(১১) টেকনিশিয়ান বি – বাইন্ডিং: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর বাইন্ডার ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(১২) টেকনিশিয়ান বি – প্রিন্টিং: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর প্রিন্টিং ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(১৩) টেকনিশিয়ান বি – ডিলিং: কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশের পর ডিজেল / অটো মেকানিক / মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(১৪) আপার ডিভিশন ক্লার্ক: কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডেটা এন্টি ও ডেটা প্রসেইসংযের কাজ জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১৫) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক পাশ হতে হবে৷ ভারি ও হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৮, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১৬) সিকিউরিটি গার্ড: মাধ্যমিক পাশ হতে হবে৷ উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি, বুকের ছাতি হতে হবে ৮০ থেকে ৮৫ সেমি৷ বয়স: ২৪ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ১০, তঃজাঃ ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.amd.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়াগায় প্রার্থীর সামপ্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের বেলায় ২০০ টাকা ও অন্যান্য পদের বেলায় ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website:

https://www.amd.gov.in/app16/updatespage.aspx?link=1280&type=Updates

Get details:

https://www.amd.gov.in/WriteReadData/userfiles/file/amd/D_A_E.pdf

 

Share it :