Advt. no. 01/2022/APPRENTICE/GRADUATE/DIPLOMA/ITI/ER
Airports Authority of India invites online applications for the following post.
Post: Graduate Apprentice, Diploma Apprentice, ITI Apprentice.
Total vacancy: 125
Eligibility: Graduate, Diploma, ITI (post-wise different)
Age limit: 26 as on 31.08.2022
Stipend: post wise different.
Last Date of Online Application: 4/12/2022
………………………..
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিয়ন), কলকাতা আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ১২৫ জন নিয়োগ করবে৷ কেবলমাত্র দেশের ইস্টার্ন রিজিয়নের বাসিন্দারাই আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ৩১ আগস্ট, ২০২২ অনুযায়ী ২৬ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) আইটিআই অ্যাপ্রেন্টিস: কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট / ইলেকট্রিক্যাল / মেকানিক / ইলেকট্রনিকস ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৫৷
(খ) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ২০২০ বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিকস- ২৫, (২) ইলেকট্রিক্যাল – ১০, (৩) সিভিল- ১০, (৪) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি- ১০, (৫) মেকানিক্যাল / অটোমোবাইল- ৫৷
(গ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২০২০ বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিকস- ১৩, (২) ইলেকট্রিক্যাল – ৭, (৩) সিভিল- ৬, (৪) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি- ৩, (৫) মেকানিক্যাল / অটোমোবাইল- ১৷
উল্লিখিত পদগুলিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা ১৫,০০০ টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা ১২,০০০ টাকা ও আইটিআই অ্যাপ্রেন্টিসরা ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা পাশ প্রার্থীদের www.mhrdnats.gov.in পোর্টালে ও আইটিআই প্রার্থীদের www.apprenticeshipindia.org পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রদান করা হবে এই সমস্ত কেন্দ্রে- কোচবিহার, বাগডোগরা, পাটনা, দেওঘর, রাঁচি, রায়পুর, কাটিহার, ভুবনেশ্বর, গয়া, ঝারসুগুড়া, পাকিয়ং, পোর্ট ব্লেয়ার৷ অতিরিক্ত তথ্যের জন্য www.aai.aero ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.aai.aero
Official Notification: Click Here