Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Jhalda, Manbazar, Raghunathpur & Purulia Sadar sub-divisions of Purulia district.
Post: ASHA Workers
Total Vacancy: 125
Eligibility: Appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 01/01/2022.
Last Date of Receipt of Application: Jhalda & Manbazar- 05/09/2022 till 3pm, Raghunathpur & Purulia Sadar 07/09/22 till 3 pm.
………………………….
পুরুলিয়া জেলার ঝালদা, পুরুলিয়া সদর, মানবাজার ও রঘুনাথপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে ১২৫ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ মানবাজার ও রঘুনাথপুর মহকুমার বেলায় দরখাস্ত জমা করতে হবে ৫ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৩টের মধ্যে এবং ঝালদা ও পুরুলিয়া সদর মহকুমার বেলায় দরখাস্ত জমা করতে হবে ৭ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের / স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
মহকুমা ও ব্লক অনুযায়ী শূন্যপদ: (ক) ঝালদা মহকুমা: ঝালদা-I ব্লক- ৩, ঝালদা-II ব্লক- ৮, বাঘমুন্ডী ব্লক- ৫, জয়পুর ব্লক- ৪৷ (খ) পুরুলিয়া সদর মহকুমা: আরশা ব্লক- ৪, বলরামপুর ব্লক- ৭, হুড়া ব্লক- ৬, পুরুলিয়া-I ব্লক- ৫, পুরুলিয়া-II ব্লক- ৫৷ (গ) মানবাজার মহকুমা: বড়বাজার ব্লক- ৮, মানবাজার-I ব্লক- ৫, মানবাজার-II ব্লক- ১৮, বান্দোয়ান ব্লক – ৭, পাঞ্চা ব্লক- ৪৷ (ঘ) রঘুনাথপুর মহকুমা: রঘুনাথপুর-I ব্লক- ৫, রঘুনাথপুর-II ব্লক- ৫, সাঁতুরি ব্লক- ২, পাড়া ব্লক- ১০, নিতুড়িয়া ব্লক- ৩, কাশিপুর ব্লক- ১১৷ যে সকল গ্রামে তপশিলি সম্প্রদায়ের জনসংখ্যা বেশি, সেখানে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.purulia.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী নীল/কালো কালিতে দরখাস্ত লিখতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), আদালত কর্তৃক প্রদত্ত বিবাহবিচ্ছেদের নথিপত্র (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), স্বামীর ডেথ সার্টিফিকেট (বিধবা মহিলাদের ক্ষেত্রে), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং প্রার্থীর সাম্প্রতিককালে তোলা অতিরিক্ত ২টি রঙিন পাসপোর্ট ছবি ও নিজের ঠিকানা লেখা একটি ২৩ সেমি× ১০ সেমি মাপের খাম (৫ টাকার পোস্টাল ষ্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, Name of the sub-center applied for ……………… and name of area (village) ………………” লিখে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে সরাসরি জমা দিতে হবে বা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের ঠিকানায় স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: Click Here
Official Notification:
Jhalda- Click Here
Manbazar- Click Here
Raghunathpur- Click Here
Purulia Sadar- Click Here