Advt No. CNPN/HR/Rect./01/2022
Currency Note Press, Nashik is inviting applications for the following post.
Post: Junior Technician, Supervisor
Total vacancy: 125
Eligibility: Junior Technician- ITI / Diploma in relevant fields (post-wise different), Supervisor- Diploma/BE/BTech/B.Sc. Engineering in relevant fields (post-wise different).
Age: Junior Technician- 18 to 25 years as on 16/12/2022, Supervisor- 18 to 30 years as on 16/12/2022.
Salary: post-wise different
Last Date of Online Application: 16/12/2022
………………….
কারেন্সি নোট প্রেস, নাসিক জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং) ও সুপারভাইজার পদে ১৪ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং): প্রিন্টিং ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বা প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৩ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ বেতনক্রম: ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা৷
(২) সুপারভাইজার (টি.ও.-প্রিন্টিং): প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৩) সুপারভাইজার (আইটি): ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৪) সুপারভাইজার (টি.ও.-ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৫) সুপারভাইজার (টি.ও.-ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৬) সুপারভাইজার (টি.ও.-মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৭) সুপারভাইজার (টি.ও.-এয়ার কন্ডিশনিং): এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
(৮) সুপারভাইজার (টি.ও.-এনভায়রনমেন্টাল): এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ফুল টাইম ডিপ্লোমা বা বিটেক / বিই / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ispnasik.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষার সম্ভাব্য সময়কাল জানুয়ারি / ফেব্রুয়ারি, ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://ispnasik.spmcil.com
Official Notification: Click Here