Advt. No. 06 of 2025
Advt. No. 07 of 2025
Advt. No. 08 of 2025
West Bengal Municipal Service Commission published three differnt advertisement to invite online applications for the following post.
Post: Sub Assistant Engineer (Civil), Sub Assistant Engineer (Mechanical), Sub Assistant Engineer (Electrical).
Total vacancy: 125. Sub Assistant Engineer (Civil): 78, Sub Assistant Engineer (Mechanical): 28, Sub Assistant Engineer (Electrical): 19.
Eligibility: diploma engineering in relevant discipline.
Age limit: within 37 years (as on 01/01/2025).
Pay Scale: as per pay level 12.
Last date of Online Application: 22nd September, 2025.
……………………………………………..
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১২৫ সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ১২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ২২ সেপ্ঢেম্বর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷
Official Website: https://mscwb.org/home/emp_notice
Official Notification: Click Here=
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।