Memo. No. H/L/153/2022-23
Kolkata Municipal Corporation is inviting applications from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the following post.
Post: Honorary Health Worker
Total Vacancy: 127
Eligibility: Madhyamik
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST/OBC candidates)
Remuneration: Rs. 4500
Last Date of Receipt of Application: 15/09/2022 till 4pm.
……………………………
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অনারারি হেলথ ওয়ার্কার পদে ১২৭ জন মহিলা নিয়োগ করবে চুত্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে৷ দরখাস্ত জমা করতে হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ বিকেল ৪টে-র মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা, বিধবা, আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলারা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পাশ হলে আবেদনের যোগ্য৷ প্রার্থীদের অবশ্যই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে কমপক্ষে ২২ বছর৷ শূন্যপদ: ১২৭৷ সাম্মানিক ভাতা: প্রতি মাসে ৪,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.kmcgov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের স্বপ্রত্যয়িত একটি রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক অ্যাডমিট কার্ড), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), আদালত কর্তৃক প্রদত্ত বিবাহবিচ্ছেদের নথিপত্র (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), স্বামীর ডেথ সার্টিফিকেট (বিধবা মহিলাদের ক্ষেত্রে)-এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার To The Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Benarjee Road, Kolkata – 700013 লিখে সিএমও বিল্ডিং-এর তিন তলায় ২৫৪ নং রুমের সামনে রাখা নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি জমা করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.kmcgov.in
Official Notification: Click Here