Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

127 SPECIALIST OFFICERS IN IOB

 Advt. No.: HRDD/RECT/03/2025-26

Online applications are invited from eligible Indian Citizens for the following post in Indian Overseas Bank.

Post: Manager and Senior Mangager (Specialist Officer).

Total vacancy: 127.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application : 3rd October, 2025

……………………………………….

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ১২৭ স্পেশালিস্ট অফিসার

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ‘স্পেশালিস্ট অফিসার’ ক্যাডারে ১২৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা:   কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / সাইবার সিকিউরিটি শাখায় বি.ই / বি.টেক বা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) বা এমসিএ পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / সাইবার সিকিউরিটি শাখায় বি.ই / বি.টেক বা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) বা এমসিএ পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সিভিল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ আর্কিটেক্ট বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অটোক্যাড জানতে হবে৷ কাউন্সিল অফ আর্কিটেক্টের অধীন বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ প্রিন্টিং টেকনোলজি শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ফিন্যান্স / ইন্টারন্যাশনাল বিজনেস / ট্রেড ফিন্যান্স বিষয়ে এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হলে, সিডিসিএস বা ট্রেজারি ম্যানেজমেন্টের সার্টিফিকেট থাকলে, সিএ / সিএফএ / সিএমটি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ (ফিন্যান্স) বা সিএফএ / সিএ / পিজিডিবিএ / পিজিডিবিএম / এমএমএস (ফিন্যান্স) / এফআরএম বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷  অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ (ফিন্যান্স) বা সিএফএ / সিএ / পিজিডিবিএ / পিজিডিবিএম / এমএমএস (ফিন্যান্স) / এফআরএম বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷  অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং / সাইবার সিকিউরিটি / ডেটা সায়েন্স / ডেটা মাইনিং / মেশিন লার্নিং অ্যান্ড এআই বিষয়ে বি.ই / বি.টেক / এম.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স / আইটি / সাইবার সিকিউরিটি) পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে এমবিএ (ফিন্যান্স) / পিজিডিএম (ফিন্যান্স) / পিজিডিবিএফ / এমএফএম / এমএফসি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / ইকোনমিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেট পাশ হতে হবে অথবা সিএ / সিএমএ / আইসিডব্লুএ / সিএফএ পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / সাইবার সিকিউরিটি / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স / আইটি / সাইবার সিকিউরিটি) পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সিকিউরিটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সিকিউরিটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) পাশ হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.iob.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.iob.in/Careers

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।                                                     

Share it :

Leave a Reply