Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1281 Tradesman in Assam Riffles / অসম রাইফেলে১২৮১গ্রুপ-‘বি’ ও ‘সি’

Assam Riffles invited online application for the Group B & C posts against 1281 vacancies.

Post: various.

Total vacancy: 1281

Eligibility: Post  wise different.

Age limit: Post  wise different.

Pay scale:  Post  wise different.

Last date of online application: 6th June to 20th July, 2022.

………………………………………………….

অসম রাইফেল টেকনিক্যাল ও ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে ব্রিজ অ্যান্ড রোড, ক্লার্ক, রিলিজিয়াস টিচার, অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন, রেডিয়ো মেকানিক, আর্মারার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আয়া (প্যারামেডিক্যাল), ওয়াশারম্যান ট্রেডে ১২৮১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থী যে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করবেন, তাকে সেখানকার স্থায়ীবাসিন্দা হতে হবে ও র্যালির সময়ে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে৷ র্যালি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ সেপ্ঢেম্বর, ২০২২ থেকে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ জুন থেকে ২০ জুলাই, ২০২২ এর মধ্যে৷

ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) ব্রিজ অ্যান্ড রোড: মাধ্যমিক বা সমতুল পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ নায়েব সুবাদার পদে নিয়োগ হবে৷

(২) ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(৩) রিলিজিয়াস টিচার: সংস্কৃততে মধ্যমা বা হিন্দিতে ভূষণ সহ গ্র্যাজুয়েট ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ নায়েব সুবাদার পদে নিয়োগ হবে৷

(৪) অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন: মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়ো অ্যান্ড টেলিভিশন / ইলেকট্রনিক্স ট্রেডে ২ বছরের আইটিআই পাশ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ হাবিলদার পদে নিয়োগ হবে৷

(৫) রেডিয়ো মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়ো অ্যান্ড টেলিভিশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / কম্পিউটার / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস ট্রেডে ডিপ্লোমা পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(৬) আর্মারার: মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৭) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স ও বায়োলজি বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৮) নার্সিং অ্যাসিস্ট্যান্ট: ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স ও বায়োলজি বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(৯) ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ভেটেরিনারি সায়েন্সে ২ বছরের ডিপ্লোমা পাশ ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ ওয়ারেন্ট অফিসার পদে নিয়োগ হবে৷

(১০) আয়া (প্যারা মেডিক্যাল):মাধ্যমিক বা সমতুল পাশ মেয়েরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

(১১) ওয়াশারম্যান:মাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ  প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ রাইফেলম্যান পদে নিয়োগ হবে৷

শারীরিক মাপজোক: রিলিজিয়াস টিচার, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, রেডিয়ো মেকানিক, অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আর্মরার, ওয়াশারম্যান ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ- উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেমি, (গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি) হতে হবে৷ ব্রিজ অ্যান্ড রোড ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ- ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেমি, (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ ও ফুলিয়ে ৮১ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি) হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, (তঃউঃজাঃ মেয়েদের ১৫০ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৫৫ সেমি)৷ ক্লার্ক ট্রেডের বেলায় শারীরিক মাপজোক হবে এইরূপ— ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, (তঃউঃজাঃ ছেলেদের ১৬২.৫ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের বেলায় উচ্চতা হবে ১৬২.৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ ও ফুলিয়ে ৮২ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ ও ফুলিয়ে ৮১ সেমি)৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, (তঃউঃজাঃ মেয়েদের ১৫০ সেমি, গাঢ়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কাশ্ণীর, লে ও লাদাখ অঞ্চলের মেয়েদের বেলায় উচ্চতা হবে ১৫০ সেমি)৷

ট্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গের শূন্যপদ: (১) হাবিলদার (ক্লার্ক): ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (২) নায়েব সুবেদার (রিলিজিয়াস টিচার): ১ (অসংরক্ষিত)৷ (৩) হাবিলদার (অপারেটর রেডিয়ো অ্যান্ড লাইন): ৩৪ (জেনাঃ ১৪, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ (৪) ওয়ারেন্ট অফিসার (রেডিয়ো মেকানিক): ৩ (জেনাঃ ১, তঃজাঃ ২)৷ (৫) রাইফেলম্যান (আর্মারার): ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৬) নায়েব সুবাদার (ব্রিজ অ্যান্ড রোড): ১ (ওবিসি)৷ (৭) রাইফেলম্যান (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷  (৮) রাইফেলম্যান (নার্সিং অ্যাসিস্ট্যান্ট): ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৯) রাইফেলম্যান (আয়া): ১ (ওবিসি)৷ (১০) রাইফেলম্যান (ওয়াশারম্যান): ৩ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷

অন্যান্য রাজ্যের মোট শূন্যপদ: উত্তরাখণ্ড – ৭৷ উত্তরপ্রদেশ – ১২৩৷ ত্রিপুরা – ৭৷ তেলেঙ্গানা – ৪৬৷ তামিলনাড়ু – ৫৭৷ রাজস্থান – ৪১৷ মধ্যপ্রদেশ -৪৭৷ লাক্ষাদ্বীপ -১৭৷ পঞ্জাব – ১৮৷ পুদুচেরি – ২৷ কর্ণাটক – ৫১৷ কেরালা – ৩৯৷ ওড়িশা – ৫১৷ ঝাড়খণ্ড – ৫৩৷ নাগাল্যান্ড – ১১৫৷ জম্মু ও কাশ্মীর – ২৬৷ মিজোরাম – ৮৫৷ হিমাচল প্রদেশ – ৪৷ মেঘালয় – ৭৷ হরিয়ানা – ১৪৷ মণিপুর – ৭৯৷ গুজরাত – ৫০৷ মহারাষ্ট্র -৭১৷ গোয়া- ৩৷ দমন ও দিউ – ১৷ দিল্লি – ১২৷ দাদরা ও হাভেলি – ১৷ ছত্তিশগড় – ৩২৷ চণ্ডিগড় – ২৷ বিহার- ১০৭৷ অসম- ৫৭৷ অরুনাচল প্রদেশ – ৪২৷ অন্ধ্রপ্রদেশ – ৭২৷ আন্দামান ও নিকোবর – ১৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.assamrifles.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি গ্রুপ বি পোস্টের জন্য (রিলিজিয়াস টিচার ও ব্রিজ অ্যান্ড রোড) ২০০ টাকা ও গ্রুপ সি পোস্টের জন্য (অন্যান্য পদের বেলায়)  ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবেSBI Current Account No.-37088046712 in favour of HQ DGAR, Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code – SBIN0013883৷ তপশিলি সম্প্রদায়, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের (লাদাখ অঞ্চল ব্যতীত) ২৪ মিনিটের মধ্যে ৫ কিমি দৌড় ও মেয়েদের সাড়ে ৮ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়তে হবে৷ লাদাখ অঞ্চলের ছেলেদের সাড়ে ৬ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড় ও মেয়েদের ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়তে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ট্রেড টেস্ট হবে৷ এরপর হবে লিখিত পরীক্ষা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.assamrifles.gov.in/

Get Details: Click Here

 

Share it :