Advt. No. 02/2025
THDC India Limited invites online applications for the following posts.
Post: Engineer & Executives
Vacancy: 129
Eligibility: Graduate / PG
Age: 30 years as on 12/02/2025
Pay-scale: Rs. 50,000 – Rs. 1,60,000
Last Date of online application: 14/03/2025
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১২৯ ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে ১২৯ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমটেক, এমবিএ, সিএ / সিএমএ (পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১২৯।
বেতনক্রম: প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.thdc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৬০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://thdc.co.in/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।