Advt. no. 1491/F& S/DD
Applicatons are invited from permanent resident of DakshinDinajpur district for the following post under the different officers of Food & Supplies Department, Govt. of West Bengal.
Post: Data Entry Operator.
Total vacancy: 13.
Eligibility: Graduate and Certicate course of Computer at least 6 months.
Age limit: 18 to 40 years (as on 01.01.2021)
Remunaration: 13,000/- per month.
Last Date of e-mail Application: 15 December, 2021.
………………………………………………………………..
দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য ও সরবরাহ বিভাগে ১৩ জন ‘ডেটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ করা হবে৷ প্রার্থীদের অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ ৬ মাসের চুক্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত মেল করতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে এই ই-মেল আইডি’তেdeofsdd2021@gmail.com৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবেwww.ddinajpur.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে মেল করে দিতে হবে৷ একজন প্রার্থী একটি মাত্র দরখাস্ত করবেন৷ একাধিক দরখাস্ত করলে তা বাতিল করে দেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ddinajpur.nic.in/
Get details: Click Here





