Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

13 DRIVERS REQUIRED IN GSI / জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় ১৩ ড্রাইভার

Geological Survey of India invites applications for the following post.

Post: Ordinary Grade Driver.

Total vacancy: 13 (UR: 8, SC: 1, OBC: 3, EWS: 1)

Eligibility:  Matric passed with driving license of LMV and HMV. must have 3 years driving experience.

Age:  within 25 years (as on 06/09/2022).

Pay Scale:  19,900/- to 63,200/-.

Last Date of Submit Application : 11th September, 2022

…………………………

কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রকের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া  ১৩ জন ‘অর্ডিনারি গ্রেড ড্রাইভার’ নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে ১১ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কোনো সুপরিচিত সংস্থায় ট্রাক্টর, ট্রাক ও জিপ চালানোর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ যানবাহন মেরামতির কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স: ৬ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন: দরখাস্ত করতে হবে https://www.gsi.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকাযোগে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Director & Head of Office, Room No. 304, 3rd Floor, Geological Survey of India, Northern Region, Sector – E, Aligunge, Lucknow – 226024৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.gsi.gov.in

Get details: Click Here

Share it :