Advt no: 12949/GAD/EAT/01
Bharat Electronics Limited, a Navaratna Company and India’s premier Professional Electronics Company requires the following personnel for its Ghaziabad Unit on permanent basis.
Post: . Engineering Assistant Trainee.
Total vacancy: 13. Electronics 10, Mechanical 3.
Eligibility: 3 years diploma engineering passed in relevant discipline.
Age: within 28 years (as on 31/07/2022).
Pay Scale: 24,500/- to 90,000/- and other allowances.
Last Date of Online Application : 5th September, 2022.
………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ‘ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি’ পদে ১৩ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজা / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ইলেকট্রনিক্স): কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ইলেকট্রনিক্স ইঞ্জিয়িারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ২)৷
(২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (মেকানিক্যাল): কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিয়িারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
বেতনক্রম: ২৪,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bel-india.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৯৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.bel-india.in/
Get details: Click Here