Advt no: 4926/PE&TE/HR/CRL-GAD/2022-23
Bharat Electronics Limited invites applications for the following posts for its Chennai office.
Post: Trainee Engineer-I, Project Engineer-I
Total vacancy: 13
Eligibility: B.E. / B.Tech in relevant Engineering disciplines.
Age: Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/01/2023.
Salary: Post-wise different
Application Fee: Trainee Engineer- Rs. 150 + 18% GST, Project Engineer- Rs. 400 + 18% GST.
Last Date of Receipt of Application: 15/12/2022
…………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I ও ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে ১৩ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ২ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স শাখায় ৪ বছরের বিই / বিটেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷
(২) ট্রেনি ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স শাখায় ৪ বছরের বিই / বিটেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানের মাধ্যমে৷ দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৫০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪০০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত, ফি-র রসিদ এবং সমস্ত জরুরী নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর ‘Application for the post of TRAINEE ENGINEER/PROJECT ENGINEER’ লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-To the Manager (HR), Central Research Laboratory, Bharat Electronics Limited, Site-IV Sahibabad Industrial Area, Bharat Nagar Post, Ghaziabad, Uttar Pradesh-201010৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের সংস্থার গাজিয়াবাদ ইউনিটে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here