Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

131 NON TEACHING STAFFS VACANCIES IN IIT, KANPUR / আইআইটি কানপুরে ১৩১ অশিক্ষক কর্মী

Advertisement No. 2/2022

IIT, Kanpur invites online applications for the following posts.

Post: Assistant Executive Engineer,   Assistant Registrar [P K Kelkar Library],Assistant Registrar, Medical Officer, Junior Engineer, Junior Technical Superintendent (DoIP), Physical Training Instructor, Staff Nurse, Junior Technician.

Total vacancy: 131. Assistant Executive Engineer: 4,   Assistant Registrar [P K Kelkar Library]: 1,Assistant Registrar: 3, Medical Officer: 3, Junior Engineer: 10, Junior Technical Superintendent (DoIP): 4, Physical Training Instructor: 2, Staff Nurse: 4, Junior Technician: 100.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 9th January, 2023 till 5 pm

………………………..

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর জুনিয়র টেকনিশিয়ান, স্টাফ নার্স, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকটর, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পি কে কেলকার লাইব্রেরি) ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে ১৩১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র টেকনিশিয়ান, গ্রুপ সি: (ক) পোস্ট কোড CE01: সিভিল শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ (খ) পোস্ট কোড CH01: কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  (গ) পোস্ট কোড CS01 : কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷  (ঘ) পোস্ট কোড BL01: বায়োলজি / লাইফ সায়েন্স শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  (ঙ) পোস্ট কোড EE01 : ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷  (চ) পোস্ট কোড GE01 : জিয়োলজি / আর্থ সায়েন্স শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷  (ছ) পোস্ট কোড ME01 : মেকানিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷  (জ) পোস্ট কোড MS01: মেটিরিয়াল সায়েন্স / মেটালার্জি ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷  (ঝ) পোস্ট কোড PH01 : ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / ইঞ্জিনিয়ারিং ফিজিক্স শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০০ (জেনাঃ ৩৬, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৪)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২) স্টাফ নার্স, গ্রুপ বি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ বি.এসসি নার্সিং পাশ সঙ্গে কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৩) ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকটর, গ্রুপ বি: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে এনআইএস পাতিয়ালা / এনএসএসসি ব্যাঙ্গালোর / এনএসইসি কলকাতা / এলএনসিপিই তিরুবনন্তপুরম থেকে কোচিংয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং শিক্ষালাভের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফিজিক্যাল এডুকেশনে ২ বছরের মাস্টার ডিগ্রি পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৪) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ড্যান্ট, গ্রুপ বি: (ক) পোস্ট কোড DBL1: অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সিভিল / বায়োইঞ্জিনিয়ারিং / বায়োটেকনোলজি / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.এসসি পাশ হতে হবে বা অ্যাগ্রিকালচার / বায়োলজি / বটানি / এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ (খ) পোস্ট কোড DCH1: কেমিস্ট্রি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / সিভিল / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.এসসি পাশ হতে হবে বা কেমিস্ট্রি / এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  (গ) পোস্ট কোড DME1: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণির নম্বরসহ বি.ই / বি.টেক পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৫) জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রুপ বি: (ক) পোস্ট কোড DCE1: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  (খ) পোস্ট কোড DEE1: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  (গ) পোস্ট কোড DME1: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৬) মেডিক্যাল অফিসার, গ্রুপ এ: এমবিবিএস পাশ হতে হবে৷ কম্পালসরি ইন্টার্নশিপ শেষ করার পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমডি / এমএস পাশ হতে হবে৷ বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৮) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পি কে কেলকার লাইব্রেরি), গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্সে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ ও ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৯) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, গ্রুপ এ: (ক) পোস্ট কোড DCE1৷: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  (খ) কোড DEE1: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৯ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.iitk.ac.in/infocell/recruitment ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি গ্রুপ এ পদের জন্য ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) এবং গ্রুপ বি ও সি পদের বেলায় ৭০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷  গ্রুপ বি ও সি পদের বেলায় তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদেরও কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.iitk.ac.in/

Get detailsClick Here

Share it :