Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

260 OFFICERS IN NAVY

Indian Navy has invited applications from unmarried male & female candidates for a grant of Short Service Commission (SSC) for course commencing June 2026 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala.

Post: Sub leiutenant at Education Branch, Technical Branch and Executive Branch.

Total vacancy: 260

Eligibility: B.Sc/B.Com/B.Sc. (IT), BE/B.Tech, PG

Age limit: Branch wise different.

Pay Scale: Rs.1,10,000/- per month.

Last date of online application: 1st September, 2025.

……………………………………………………

নেভিতে ২৬০ অফিসার

ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে [Jun 2026 (AT 26) Course] এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে ২৬০ জন অবিবাহিত পুরুষ ও মহিলাকে অফিসার পদে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ সেপ্ঢেম্বর, ২০২৫-এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (ক) এক্সিকিউটিভ ব্রাঞ্চ: (১) জেনারেল সার্ভিস[জিএস/(এক্স) হাইেেড্রা ক্যাডাব]: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ যে কোনো শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৫৭ (পুরুষ ও মহিলা)৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ৮৷

(২) পাইলট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০ শতাংশ নম্বর পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০২ থেকে ১ জুলাই, ২০০৭ তারিখের মধ্যে৷ যে সব প্রার্থীদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তাদের জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জুলাই, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (পুরুষ ও মহিলা)৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ৩৷

(৩) ন্যাভাল এয়ার অপারেশনস অফিসার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০ শতাংশ নম্বর পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০২ থেকে ১ জুলাই, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২০ (পুরুষ ও মহিলা)৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ৩৷

(৪) এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০ শতাংশ নম্বর পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২০ (পুরুষ ও মহিলা)৷

(৫) লজিস্টিকস: যে কোনো শাখায় প্রথম শ্রেণিতে বিই / বিটেক পাশ অথবা প্রথম শ্রেণিতে এমবিএ পাশ অথবা প্রথম শ্রেণিতে বিএসসি / বিকম / বিএসসি (আইটি) পাশ, সঙ্গে ফিন্যান্স / লজিস্টিকস / সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা অথবা প্রথম শ্রেণিতে এমসিএ / এমএসসি (আইটি) পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ১০ (পুরুষ ও মহিলা)৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ১৷

(৬) ন্যাভাল আর্মানেন্ট ইন্সপেক্টরেট ক্যাডার: মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস / ইলেকট্রনিকস / মাইক্রো ইলেকট্রনিকস / ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জিক্যাল / ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন / ইনস্ট্রুমেন্টেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন / মেটালার্জি / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কেমিক্যাল / মেটিরিয়াল সায়েন্স / অ্যারোস্পেস / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল  / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বিই / বিটেক পাশ হতে হবে অথবা ইলেকট্রনিক্স / ফিজিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০ শতাংশ নম্বর পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২০ (পুরুষ ও মহিলা)৷

(৭) ল: বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো কলেজ থেকে আইন শাখায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ডিগ্রি পাশ হতে হবে৷ অ্যাডভোকেট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৯ থেকে ১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২ (পুরুষ ও মহিলা)৷

(খ) এডুকেশন ব্রাঞ্চ: প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷(i) শূন্যপদ: ৭ (পুরুষ ও মহিলা)৷ (১) ফিজিক্সে বিএসসি পাশ-সহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে অঙ্ক / অপারেশনাল রিসার্চ বিষয়ে এমএসসি পাশ হতে হবে৷ (২) অঙ্কে বিএসসি পাশ-সহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স বিষয়ে এমএসসি পাশ হতে হবে৷ (৩) ম্যাথস ও ফিজিক্সে বিএসসি পাশ-সহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে মেটিয়োরোলজি / ওশনোলজি / অ্যাটমোস্ফেরিক সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে৷(ii) শূন্যপদ: ৮ (পুরুষ ও মহিলা)৷ (১) কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে৷ (২) কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই / বিটেক / এম.টেক পাশ বা এমসিএ পাশ (গ্র্যাজুয়েশনে ম্যাথস / ফিজিক্স পড়ে থাকতে হবে) হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে৷ (৩) কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / কন্ট্রোল / রাডার অ্যান্ড মাইক্রোওয়েভ / অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন / ডিজিটাল সিগন্যাল প্রসেসিং / ওয়্যারলেস কমিউনিকেশন / লেসার অ্যান্ড ইলেকট্রো অপটিক্স / কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ভি.এল.এস.আই / পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম.ই / এমটেক পাশ হতে হবে৷ (৪) কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ থার্মাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / মেশিন ডিজাইন / সিস্টেম অ্যান্ড কন্ট্রোলস / ম্যানুফ্যাকচারিং / মেকাট্রনিক্স / মেটিয়োরোলজি / ওশনোগ্রাফি / অ্যাটমোস্ফেরিক বিষয়ে এম.ই / এমটেক পাশ হতে হবে এবং গ্র্যাজুয়েশনে ফিজিক্স ও ম্যাথস বিষয় পড়ে থাকতে হবে৷  জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৯ থেকে ১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে৷

(গ) টেকনিক্যাল ব্রাঞ্চ: (১) ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / মেরিন / ইনস্ট্রুমেন্টেশন / প্রোডকাশন / অ্যারোনটিক্যাল / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / অটোমোবাইল / মেকাট্রনিক্স / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্েন্টাল / অ্যারোস্পেস শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৩৬৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ৫৷

(২) ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস / ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যাপ্লায়েড ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেকট্রনিকস বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷  শূন্যপদ: ৪০৷ এর মধ্যে মহিলাদের জন্য সর্বাধিক শূন্যপদ ৬৷

(৩) ন্যাভাল কনস্ট্রাক্টর: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সিভিল/ ওশন / অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস / মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / মেরিন / শিপ / মেটালার্জি / শিপ বিল্ডিং / শিপ ডিজাইন / ন্যাভাল আর্কিটেকচার শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০১ থেকে ১ জানুয়ারি, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ১৬৷

বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের প্রথমে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ চাকরির শুরুতে সব মিলিয়ে বেতন পাওয়া যাবে প্রতি মাসে ১,১০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও আনুষঙ্গিক যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২০২৬ সালের জুন মাসে ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালায়৷  ট্রেনিং শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://www.joinindiannavy.gov.in/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply