Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1315 TRADESMAN SKILLED IN INDIAN NAVY

Advt. no. 01/2025-TMSKL

Indian Navy invites online applications for the following post.

Post: Tradesman Skilled.

Total vacancy: 1315.

Eligibility: 10th pass. Should have completed Aprrentice training in the relevant trade.

Age limit: 18 to 25 years (as on 29/08/2025).

Pay scale:  19,900/- to 63,200/-.

Last Date of Online Application: from 13th August, 2025 to 29th August, 2025.

………………………………………………

নৌবাহিনীতে ১৩১৫ ট্রেডসম্যান

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় নৌবাহিনী ১৩১৫ জন ‘ট্রেডসম্যান স্কিলড’ নিয়োগ করবে৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ আগস্ট থেকে ২৯ আগস্ট, ২০২৫ রাত সাড়ে ১১টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা:  কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি জানতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট  থাকতে হবে অথবা মেকানিক সঙ্গে আর্মি, নেভি বা এয়ারফোর্সের কোনো টেকনিক্যাল ব্রাঞ্চে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ভারতীয় নেভির ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস সুকল থেকে পাশ হতে হবে৷ বয়স: ২৯ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

শাখা অনুযায়ী শূন্যপদ: (১) অক্সিলারি: ৪৯ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ ফিটার ক্রেন / ক্রেন অপারেটর ওভারহেড / মেকানিক ডিজেল / মেকানিক মোটর ভেহিকেল / মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে পাশ হতে হবে৷ (২) সিভিল ওয়ার্কস : ১৭ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ ম্যাসন / ম্যাসন বিল্ডিং কনস্ট্রাক্টর / বিল্ডিং মেন্টেন্যান্স টেকনিশিয়ান ট্রেডে পাশ হতে হবে৷  (৩) ইলেকট্রিক্যাল: ১৭২ (জেনাঃ ৮১, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮)৷ পাওয়ার ইলেকট্রিশিয়ান / ইলেকট্রিশিয়ান / ইলেকট্রোপ্লেটার ট্রেডে পাশ হতে হবে৷ (৪) ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো : ৫০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ কম্পিউটার ফিটার / আইটি অ্যান্ড ইএসএম / ইলেকট্রনিক্স মেকানিক / কোপা / ইলেকট্রনিক ফিটার / গাইরো ফিটার / মেকানিক রেডিয়ো রাডার এয়ারক্রাফট / রাডার ফিটার / রেডিয়ো ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (৫) ফাউন্ড্রি: ৯ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ১)৷ প্যাটার্নমেকার / মোল্ডার /ফাউন্ড্রিম্যান ট্রেডে পাশ হতে হবে৷ (৬) হিট ইঞ্জিন : ১২১  (জেনাঃ ৫২, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ১০, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৭)৷ মেকানিক ডিজেল / মেকানিক মেরিন ডিজেল ./ জিটি ফিটার / মেরিন ইঞ্জিনি ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (৭) ইন্সট্রুমেন্ট : ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ১)৷ ইন্সট্রুমেন্ট মেকানিক / অ্যাডভান্স মেকানিক / মেকানিক মেকাট্রনিক্স ট্রেডে পাশ হতে হবে৷ (৮) মেশিন : ৫৬ (জেনাঃ ২৬, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৬, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ মেশিনিস্ট/টার্নার / অপারেটর অ্যাডভান্স মেশিন টুল ট্রেডে পাশ হতে হবে৷ (৯) মেকানিক্যাল : ১৪৪ (জেনাঃ ৬০, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৭)৷ ফিটার / মেরিন ইঞ্জিন ফিটার / ওয়েপন ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (১০) মেকানিক্যাল সিস্টেম : ৭৯ (জেনাঃ ৩৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি ২৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯)৷ পাইফ ফিটার / প্লাম্বার / বয়লার মেকার / হট ইন্সুলেটার / ওয়েল্ডার  ট্রেডে পাশ হতে হবে৷ (১১) মেকাট্রনিক্স : ২৩ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মেকানিক মেকাট্রনিক্স / ইনস্ট্রুমেন্ট মেকানিক / অ্যাডভান্স মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (১২) মেটাল: ২১৭ (জেনাঃ ১০১, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৫৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৭)৷ শিপরাইট স্টিল / শিট মেটাল ওয়ার্কার / ওয়েল্ডার / ফর্জার অ্যান্ড হিট ট্রিটার / ব্ল্যাকস্মিথ / শিপ ফিটার / পাইপ ফিটার / প্লাম্বার/ ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (১৩) মিলরাইট: ২৮ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স / মিলরাইট এমএমএম ট্রেডে পাশ হতে হবে৷ (১৪) রেফ্রিজারেশন অ্যান্ড এসি: ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি টেলর ট্রেডে পাশ হতে হবে৷ (১৫) শিপ বিল্ডিং: ২২৬ (জেনাঃ ১১৯, তঃজাঃ ৩১, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২২)৷ শিপরাইট উড / রিগার / কার্পেন্টার / পেন্টার / টেলর ট্রেডে পাশ হতে হবে৷ (১৬) ওয়েপন ইলেকট্রনিক্স: ৪৯ (জেনাঃ ২৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৫, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ কম্পিউটার ফিটার / আইটি অ্যান্ড ইএসএম / ইলেকট্রনিক্স মেকানিক / কোপা / ইলেকট্রনিক ফিটার / গাইরো ফিটার / মেকানিক রেডিয়ো রাডার এয়ারক্রাফট / রাডার ফিটার / রেডিয়ো ফিটার ট্রেডে পাশ হতে হবে৷

ব্যাকলগ ভ্যাকেন্সি: (১) অক্সিলারি: ২০ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ১৫)৷ (২) সিভিল ওয়ার্কস: ৩ (তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ (৩) ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৪) হিট ইঞ্জিন: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৫) মেকানিক্যাল: ১১ (তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৪)৷ (৬) মেকানিক্যাল সিস্টেম: ৫ (তঃজাঃ ২, ওবিসি ৩)৷ (৭) মেটাল: ৩ (তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৮) ওয়েপন ইলেকট্রনিক: ৩ (তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনেwww.onlineregistrationpotal.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে৷ ২ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ের উপর — জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৩০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২০ নম্বর)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুনwww.joinindiannavy.gov.in, www.onlineregistrationpotal.in ওয়েবসাইট৷

Official Website: www.joinindiannavy.gov.in

www.onlineregistrationpotal.in

Official Notification: Click Here

Share it :

Leave a Reply