Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

13217 OFFICERS  & ASSISTANTS IN RURAL BANKS THROUGH IBPS

Institute of Banking Personnel Selection invites online applications for the following posts.

Post: Officers (Scale- I, II & III), Office Assistant (Multipurpose).

Total vacancy: 13217.

Eligibility:   post-wise different.

Age:  post-wise different.

Last Date of Online Application:  21st September, 2025

Application Fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWD)

……………………………………………

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ১৩,২১৭ অ্যাসিস্ট্যান্ট অফিসার

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে(CRP-RRBs XIV) পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতের ২৮টি গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-I, অফিসার স্কেলII ও অফিসার স্কেল-III পদে ১৩,২১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ যে রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে৷ নিয়োগের সময় স্থানীয় ভাষা জানা থাকলে চাকরি পাওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা অর্জন করতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ও নেপালি৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা:  যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে৷ যে রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কের চাকরির জন্য আবেদন করবেন অবশ্যই সেখানকার স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকলে ভালো হয়৷ অথবা ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফায়েড অ্যাসোসিয়েট CA) পাশ হতে হবে ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা এমবিএ পাশ হতে হবে। (পদ অনুযায়ী বিভিন্ন)।

 বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।

আবেদন :  অনলাইনে দরখাস্ত করতে হবেwww.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ একজন প্রার্থী অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার দুটি পোস্টেই আবেদন করতে পারেন তবে অফিসার ক্যাডারে যতগুলি পোস্ট রয়েছে তার মধ্যে যে  কোনো একটিতে আবেদন করতে পারবেন, অফিসার ক্যাডারের একাধিক পোস্টে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://ibps.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)

Share it :

Leave a Reply