Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

137 ENGINEERS IN BEL

Advertisement No. 6050/TE-I&PE-I/HR/PDIC/2024-25

Bharat Electronics Limited invites applications for the following posts.

Post: Trainee Engineer-I, Project Engineer-I

Total vacancy: 137

Eligibility:  B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant subjects.

Age:  Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/01/2025

Salary:  Post-wise different

Application Fee: Trainee Engineer- Rs. 150, Others- Rs. 400. GST charges will be extra.

Last Date of Receipt of Application: 20/02/2025

ভারত ইলেকট্রনিক্সে ১৩৭ ইঞ্জিনিয়ার

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার-I ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ১৩৭ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।

শূন্যপদ: ৭০

এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৫০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪০০ টাকা (১৮ শতাংশ জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷

Official Website: www.bel-india.in

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)

Share it :

Leave a Reply