Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

137 NON EXECUTIVES IN IOCL / ইন্ডিয়ান অয়েলে ১৩৭ নন-এক্সিকিউটিভ

Advt. No. PL/ HR/ESTB/RECT-2022

Online applications are invited for the following posts in the pipe line division of Indian Oil Corporation Limited.

Post: Engineering Assistant, Technical Attendant.

Total vacancy: 137.

Eligibility: post wise different.

Age limit: 18 to 26 Years (as on 24/01/2022).

Salary:  post wise different.

Last Date of Online Application: 18 February, 2022 till 6 pm.

……………………………………………………………………………………

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন ডিভিশনে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ২৪ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷

(২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷

(৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিয়ো কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷

(৪) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ কেমিক্যাল / মেকানিক্যাল / অটোমোবাইল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিয়ো কমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা বা আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷

(৫) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট-১: মাধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে — ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট), মেশিনিস্ট / মেশিনিস্ট (গ্রাইন্ডার), মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, টার্নার, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইএসএম, মেকানিক (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার), মেকানিক (ডিজেল)৷ মেকানিক (ডিজেল) ট্রেডের বেলায় ১ বছরের আইটিআই পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই এসসিভিটি / এনসিভিটি প্রদত্ত ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷

বেতনক্রম: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের বেতনক্রম ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা৷ টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট ১ পদের বেতনক্রম ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা৷

রাজ্য অনুযায়ী শূন্যপদ : (ক) পশ্চিমবঙ্গ : (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই), পোস্ট কোডERWB03 – ১ (অসংরক্ষিত)৷ (২) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডERWB05 – ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ (খ) অসম : (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন) পোস্ট কোডERAS04 – ২৷ (২) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,ERAS05 – ২৷ (গ) উত্তরপ্রদেশ : (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন) পোস্ট কোডERUP04 – ৩৷ (২) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডERUP05 – ১৷ (ঘ) বিহার : (১) (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশন) পোস্ট কোডERBH04 – ২৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল), পোস্ট কোডERBH02 – ৩৷ (৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোডERBH01 – ৩৷ (৪) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই), পোস্ট কোডERBH03 – ৫৷ (৫) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডERBH05 – ৭৷ (ঙ)  ঝাড়খণ্ড : ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল), পোস্ট কোডERJH02 – ১৷ (চ) দিল্লি : টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডNRDL05 – ১৷ (ছ) হরিয়ানা : টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডNRHR05 – ১৷ (জ) পঞ্জাব : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডNRPB05 – ১৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল), পোস্ট কোডNRPB02 – ১৷ (ঝ) উত্তরপ্রদেশ : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডNRUP05 – ১৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল), পোস্ট কোডNRUP02 – ১৷ (ঞ) রাজস্থান : (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল), পোস্ট কোডWRRJ01 – ১৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),WRRJ03 – ৩৷ (৩) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,WRRJ05 – ২৷ (ট) গুজরাট : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,WRGJ05 – ১৪৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল),WRGJ02 – ২৷ (৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল),WRGJ01 – ৩৷ (৪) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),WRGJ03 – ৬৷ (ঠ) মহারাষ্ট্র : (১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল),WRMH02 – ২৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল),WRMH01 – ৩৷ (৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),WRMH03 – ৩৷ (ড) তামিলনাডু : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,SRTN05 – ৫৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল),SRTN02 – ১৷ (৩)  ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),SRTN03 – ১৷ (ঢ) ওডিশা : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,SEOD05 – ৯৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল),SEOD01 – ২৷ (৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),SEOD03 – ১৷ (ণ) ছত্তিশগড় : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,SECH05 – ২৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),SECH03 – ২৷ (ত) অন্ধ্রপ্রদেশ : (১) টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট,SRAP05 – ১৬৷ (২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল),SRAP02 – ১৷ (৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল),SRAP01 – ১৷ (৪) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি অ্যান্ড আই),SRAP03 – ৩৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://plapps.indianoil.in/ ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও স্কিল / প্রফিসিয়েন্সি / ফিজিক্যাল টেস্টের মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ২৭ মার্চ, ২০২২৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন www.iocl.com ওয়েবসাইট৷

Official website: https://iocl.com/

Get details: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf

Share it :