Online applications are invited following posts.
Post: Controller of Examination, Finance Officer, Deputy Registrar, Assistant Registrar, Asstt. Finance Officer, Section Officer, Accounts Officer, Deputy Engineer(Civil), Assistant Engineer (Civil), IT System Manager, Deputy Section Officer, Accountant cum Auditor, Sub Accountantcum- Sub Auditor, Assistant.
Total vacancy: 139. Controller of Examination: 1, Finance Officer: 1, Deputy Registrar: 9, Assistant Registrar, Asstt.: 17 Finance Officer: 4, Section Officer: 19, Accounts Officer: 3, Deputy Engineer(Civil): 1, Assistant Engineer (Civil): 2, IT System Manager: 1, Deputy Section Officer: 20, Accountant cum Auditor: 4, Sub Accountantcum- Sub Auditor: 8, Assistant: 49.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 21st May, 2022.
…………………………………………
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাকাউন্ট্যান্ট কাম সাব অডিটর, অ্যাকাউন্ট্যান্ট কাম অডিটর, ডেপুটি সেকশন অফিসার, আইটি সিস্টেম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস অফিসার, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এগজামিনেশন পদে ১৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ মে, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৯ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(২) ডেপুটি সেকশন অফিসার: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷
(৩) সেকশন অফিসার: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷
(৪) সাব অ্যাকাউন্ট্যান্ট কাম সাব অডিটর: অ্যাকাউন্ট্যান্সি বিষয় নিয়ে বি.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৫ অনুযায়ী৷
(৫) অ্যাকাউন্ট্যান্ট কাম অডিটর: দ্বিতীয় শ্রেণির নম্বর নিয়ে বি.কম পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে জানা আবশ্যক৷ জিএসটি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত কাজ জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷
(৬) আইটি সিস্টেম ম্যানেজার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷
(৭) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷
(৮) ডেপুটি ইঞ্জিনিয়ার (সিভিল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৯ অনুযায়ী৷
(৯) অ্যাকাউন্টস অফিসার: চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্ট হতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বর সহ বি.কম পাশ বা দ্বিতীয় শ্রেণির নম্বর সহ এম.কম পাশ বা এমবিএ পাশ হতে হবে৷ সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে জানা আবশ্যক৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷
(১০) অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স অফিসার: এসিএ / এআইসিডব্লুএ বা এমবিএ (ফিন্যান্স) বা ৫৫ শতাংশ নম্বর সহ এম.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ জানা আবশ্যক৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷
(১১) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷
(১২) ডেপুটি রেজিস্ট্রার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ১২ অনুযায়ী৷
(১৩) ফিন্যান্স অফিসার: এসিএ / এআইসিডব্লুএ বা এমবিএ (ফিন্যান্স) বা ৫৫ শতাংশ নম্বর সহ এম.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ জানা আবশ্যক৷ বয়স: ৫৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১৪ অনুযায়ী৷
(১৪) কন্ট্রোলার অফ এগজামিনেশন: ৫৫ শতাংশ নম্বর সহ এম.কম পাশ হতে হবে ও সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকতে হবে৷ ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও এগজামিনেশন সফটওয়্যার অ্যান্ড রেসাল্ট অটোমেশনে কাজ করতে জানা আবশ্যক৷ বয়স: ৫৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১৪ অনুযায়ী৷
উপরে উল্লেখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nfsu.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official website: https://www.nfsu.ac.in/
Get details: Click Here