Advt. No. : NGT/PB/07/Admn/2014/209
Director, JIPMER, Puducherry invites application from eligible Indian nationals for the following posts.
Post: Nursing Officer, X-Ray Technician (Radiotherapy), X-Ray Technician (Radio-Diagnosis), Respiratory Laboratory Technician.
Total vacancy: 139. Nursing Officer: 128, X-Ray Technician (Radiotherapy): 3, X-Ray Technician (Radio-Diagnosis): 6, Respiratory Laboratory Technician: 2.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application : From 21st July 9 am to 11th August, 2022.
…………………………..
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার, এক্স-রে টেকনিশিয়ান, রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ১৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২২ সকাল ৯টা থেকে ১১ আগস্ট, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্সিং অফিসার (পোস্ট কোড ২১২০২২)-গ্রুপ বি: বি.এসসি (অনার্স) নার্সিং / বি.এসসি নার্সিং / বি.এসসি (পোস্ট সার্টিফিকেট) / পোস্ট বেসিক বি.এসসি নার্সিং পাশ হতে হবে অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশের পর ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২৮ (জেনাঃ ৬৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১৩, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬)৷ বেতন: ৪৪,৯০০ টাকা৷
(২) এক্স-রে টেকনিশিয়ান – রেডিয়োথেরাপি (পোস্ট কোড ২২২০২২)-গ্রুপ বি: রেডিয়েশন টেকনোলজি / রেডিয়োথেরাপি টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবেAERB e-LORA রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
(৩) এক্স-রে টেকনিশিয়ান – রেডিয়ো ডায়াগনসিস (পোস্ট কোড ২৩২০২২)-গ্রুপ বি: রেডিয়োথেরাপি / মেডিক্যাল ইমেজিং টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
(৪) রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান (পোস্ট কোড ২৪২০২২)-গ্রুপ বি: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে৷ পালমোনারি ফাংশন টেস্ট ল্যাবরেটরি / অ্যালার্জি ল্যাবরেটরি / রেসপিরেটরি অ্যালার্জি অ্যান্ড ইম্যুনোথেরাপি ল্যাবরেটরিতে ১ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার সফটওয়্যার হ্যান্ডলিংয়ে ১ বছরের ট্রেনিং থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতন: ২৯,২০০ টাকা৷
বয়সের হিসেব করতে হবে ১১ আগস্ট, ২০২২ অনুযায়ী৷ উল্লিখিত সব পদের ক্ষেত্রেই ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https:://www.jipmer.edu.in ওয়েবসাইটের ‘Apply on-line to the post of Group B & C – July 2022’ লিঙ্কে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই ১০ থেকে ৮০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ একটি প্ল্যাকার্ডে নিজের নাম ও ছবি তোলার তারিখ লিখে সেটিকে বুকের সামনে ধরে পাসপোর্ট মাপের ছবিটি তোলাতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার অতিরিক্ত ট্রান্সজাকশন চার্জ প্রার্থীকে দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে৷ নার্সিং অফিসার পদের বেলায় লিখিত পরীক্ষার পর স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট হবে৷ লিখিত পরীক্ষা হবে ৪ সেপ্ঢেম্বর, ২০২২ তারিখে৷ পশ্চিমবঙ্গের লিখিত পরীক্ষার কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.jipmer.edu.in
Get details: Click Here