Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 ASHA WORKERS IN DAKSHIN DINAJPUR DISTRICT / দক্ষিণ দিনাজপুরে ১৪ আশা কর্মী

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in several blocks of Dakshin Dinajpur district.

Post: ASHA Workers

Total Vacancy: 14

Eligibility: Appeared/Passed in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 01/01/2022.

Last Date of Receipt of Application: 24th March, 2022 till 5pm.

………………………………………………………………………………………

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে ১৪ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৪ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে৷ গ্রেড-১ ও গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন৷

ব্লক অনুযায়ী শূন্যপদ: (১) বালুরঘাট ব্লক  ২, (২) তপন ব্লক  ৯, (৩) কুমারগঞ্জ ব্লক  ৩৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in বা www.ddinajpur.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র EPIC) বা রেশন কার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)-এর প্রত্যয়িত প্রতিলিপি এবং প্রার্থীর স্বাক্ষরসহ ২টি অতিরিক্ত সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি একত্রে একটি খামে ভরে সংশ্লিষ্ট বি.ডি.ও) অফিসে জমা দিতে হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.wbhealth.gov.in

Official Notification: Click Here

Share it :