Advertisement No. 03/2021
Pension Fund Regulatory and Development Authority invites online applications for the post of Officer Grade-A (Assistant Manager).
Post: Officer Grade-A (Assistant Manager).
Total vacancy: 14
Eligibility: Stream wise different.
Age limit: within 30 years (as on 31/07/2021)..
Pay scale: 28,150/- to 55,600/_.
Last date of online application: 16 September, 2021
…………………………………………………………
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ‘অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)’ পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ সেপ্ঢেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), জেনারেল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা সিএ, সিএফএস সিএস, সিডব্লুএ পাশ ও যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(২) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অ্যাকচুয়ারিয়াল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিস অফ ইন্ডিয়ার ৭টি কোর প্রিন্সিপাল বিষয়ে পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
(৩) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও অ্যাসোসিয়েট চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফেলো চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট / অ্যাসোকিয়েট কোম্পানি সেক্রেটারি বা ফেলো কোম্পানি সেক্রেটারি/ চাটার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পাশ হতে হবে৷শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৪) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), ইনফরমেশন টেকনোলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্সে বি.ই / বি.টেক / এমসিএ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশনের পর কম্পিউটারস / ইনফরমেশন টেকনোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর আইটি ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(৫) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ – রাজভাষা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্নাতক স্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা সংসৃকত / ইংরেজি / অর্থনীতি / বাণিজ্য শাখায় মাস্টার ডিগ্রি পাশ সঙ্গেস্নাতক স্তরে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৬) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), রিসার্চ – ইকোনমিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৭) অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), রিসার্চ – স্ট্যাটিসটিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ২৮,১৫০ টাকা থেকে ৫৫,৬০০ টাকা৷ নির্বাচিত প্রার্থীদের প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.pfrda.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে (২০ থেকে ৫০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ____ (name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পর্যায়ে৷ ফেজ-১ লিখিত পরীক্ষা হবে দু’টি পেপারে৷ পেপার-১: ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের ৮০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ের উপর – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২০টি প্রশ্ন, ২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২০টি প্রশ্ন, ২৫ নম্বর), টেস্ট অফ রিজনিং (২০টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ২৫ নম্বর)৷ পেপার-২: ৪০ মিনিট সময়সীমার ১০০ নম্বরের ৫০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ ফেজ-১ পরীক্ষায় সফল প্রার্থীদের ফেজ-২ পরীক্ষা দিতে হবে৷ ফেজ-২ লিখিত পরীক্ষা হবে দু’টি পেপারে৷ পেপার-১: ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের ৩টি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে ইংরেজি ভাষার উপর৷ পেপার-২: ৪০ মিনিট সময়সীমার ১০০ নম্বরের ৫০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর৷ পেপার-২য়ে নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ ফেজ-২ পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.pfrda.org.in/
Get Details: https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf