Ratnagiri Gas and Power PVT. Ltd. (Subsidiary of NTPC Ltd) is inviting applications for the following post.
Post: Executive.
Total Vacancy: 14.
Eligibility: Discipline wise different.
Age Limit: within 30 years (as on 31/05/2025).
Consolidated Pay: Rs. 50,000/- per month.
Last Date of Online Application: 16th August, 2025.
…………………………………………………………
আরজিপিপিএল–এ ১৪ এক্সিকিউটিভ নিয়োগ
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেডর সহযোগী সংস্থা রত্নগিরি গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড ইলেকট্রিক্যাল মেন্টেন্যান্স / অপারেশন, মেকানিক্যাল মেন্টেন্যান্স, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অপারেশন অ্যান্ড এফিশিয়েন্সি, লিগ্যাল, ফিন্যান্স, সেফটি ক্ষেত্রে ১৪ জন এক্সিকিউটিভ নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷ বয়স: ৩১ মে, ২০২৫ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণ সময়ের বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ ৩ বছরের এল.এল.বি ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এম.কম / সিএ-ইন্টার / সিএমএ-ইন্টার ডিগ্রি পাশ হতে হবে৷(শাখা অনুযায়ী বিভিন্ন)।
এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
আবেদন : দরখাস্ত করতে হবে www.rgppl.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্র-সহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিডপোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Manager (HR), Ratnagiri Gas & Power Pvt Ltd (A subsidiary of NTPC Ltd), At Post: Anjanwel, Taluka: Guhagar, Dist: Ratnagiri, Maharashtra – 415634৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.rgppl.com/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)।