Advertisement No.NARL/RMT/SC & RF/01/2021
National Atmospheric Research Laboratory is inviting applications to recruit Junior Research Fellow (JRF), Scientist / Engineer ‘SC’.
Post: Junior Research Fellow (JRF), Scientist / Engineer ‘SC’
Total Vacancy: 14
Junior Research Fellow (JRF)- 13
Scientist / Engineer ‘SC’- 1
Eligibility:
Junior Research Fellow (JRF)- PG in relevant fields.
Scientist / Engineer ‘SC’- BE/B.Tech in relevant fields. Must have qualified in NET/GATE/JAM/JEST.
Age limit: Junior Research Fellow (JRF)- 28 years, Scientist / Engineer ‘SC’- 35 years as on 29TH November, 2021.
Fellowship / Basic Pay: Junior Research Fellow (JRF)- Rs. 31,000
Scientist / Engineer ‘SC’- Rs. 56,100
Last Date of Online Application: 29TH November, 2021.
……………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল অ্যাটমোসফেরিক রিসার্চ ল্যাবরেটরিতে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) ও সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদে ১৪ জনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৯ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) (পোস্ট কোড নম্বর 02) : প্রথম শ্রেণিতে বা সমতুল সিজিপিএ গ্রেড-সহ ফিজিক্স / অ্যাটমোসফেরিক সায়েন্স / স্পেস ফিজিক্স / মেটিয়োরোলজি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / জিয়োফিজিক্স / আর্থ সিস্টেম সায়েন্স বা ফিজিক্স / অ্যাটমোসফেরিস সায়েন্স / স্পেস ফিজিক্স / মেটিয়োরোলজি-সহ সমতুল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা প্রথম শ্রেণিতে বা সমতুল সিজিপিএ গ্রেড-সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং / ফোটোনিক্স / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্পেশালাইজেশন-সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ সিএসআইআর-ইউজিসি নেট / গেট / জ্যাম / জিইএসটি পরীক্ষায় পাশ হওয়া আবশ্যক৷ বয়স : ২৯ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩৷ ফেলোশিপ : প্রথম দুই বছরের জন্য প্রতি মাসে ৩১,০০০ টাকা ও পরবর্তী সময়ে প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(২) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ (পোস্ট কোড নম্বর 01) : কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ গ্রেড-সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার / ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিম্যাটিক্স / ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল উইথ কমিউনিকেশন / রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (অ্যাভিয়োনিক্স) বিষেয়ে বিই বা বিটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ২৯ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়, ওবিসি, প্রাক্তন সমরকর্মী ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস (এনসিএস) পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে www.narl.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি, শিক্ষাগত যোগ্যাতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে, সঙ্গে অভিজ্ঞতার প্রমাণপত্র, স্কলারশিপের প্রমাণপত্র ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র একত্রে পিডিএফ ফর্ম্যাটে (৫ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর-সহ) এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.narl.gov.in
Official Notification: https://www.narl.gov.in/PDFs/AdvtSCJRF2021.pdf