Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 LABORATORY TECHNICIANS IN KOLKATA MUNICIPAL CORPORATION / কলকাতা পৌরসংস্থায় ল্যাব টেকনিশিয়ান

Advt. no. 09/Kolkata City NUHM Society / 2021-22

KMC invites applications for the following post.

Post: Laboratory Technician.

Total vacancy: 14.

Eligibility: H.S passed with Physics, Chemistry and Biology / Mathematics and Diploma in Medical Laboratoy Technology.

Age limit: within 40 years (as on 01/11/2021).

Remunaration:  22,000/- per month.

Last Date of Submit Application: 4 December, 2021till 4 pm.

…………………………………………………………..

কলকাতা পৌরসংস্থা ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান’ পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দরখাস্ত নিজে গিয়েজমা দিতে হবে ৪ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটারে এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ প্রাক্তন সমরকর্মী ৪, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৪, জেনাঃ দক্ষ খেলোয়াড় ২, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ২, তঃউঃজাঃ ২)৷ বয়স: ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী  বয়সের ছাড় পাবেন)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবেwww.kmcgov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র, কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), পাসপোর্ট / ভোটার / আধার কার্ড৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে যে কোনো দিন (ছুটির দিন বাদে) সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে নিজে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে জমা দিতে হবে৷ ঠিকানা -To the Chief Municipal Health Officer / Secretary, Kolkata City NUHM Society, CMO Building, 5, S.N. Banerjee Roda, Kolkata – 700013৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১৫ নম্বর) মাধ্যমে৷ শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের নিরিখে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে৷ কম্পিউটার টেস্টে প্রার্থীদের কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp

Get details:

Share it :