Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 TEACHERS AND STAFFS IN SAINIK SCHOOL, JHANSI / সৈনিক স্কুল ঝাঁসি’তে ১৪ শিক্ষক ও শিক্ষাকর্মী

Advt. No. 12/2021

Sainik School, Jhansi invites online applications for the following posts.

Post: Trained Graduate Teacher, Art Master, Music Teacher, Librarian, Lab Assistant

Biology, PTI-Cum-Matron, Office Superintendant.

Total vacancy: 14.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Submit Application: 22 August, 2022.

…………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সৈনিক স্কুল ঝাঁসি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, আর্ট মাস্টার, মিউজিক টিচার, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বায়োলজি, পিটিআই কাম মেট্রন, অফিস সুপারিনটেন্ড্যান্ট পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ আগস্ট, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, জেনারেল সায়েন্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিজিক্স / কেমিস্ট্রি / বটানি / জুলজি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে বা উল্লিখিত যে কোনো দু’টি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে জেনারেল সায়েন্স বিষয়ে ৪ বছরের বি.এসসি.এড পাশ হতে হবে৷  সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (গ) কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফিজিক্স / কেমিস্ট্রি / বটানি / জুলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা উল্লিখিত যে কোনো দু’টি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক ৷ ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করায় দক্ষ হতে হবে৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / কো – কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, হিন্দি (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ হিন্দি বিষয়ে  গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে হিন্দি বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক৷  শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / কো – কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ম্যাথমেটিক্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে নিম্নলিখিত যে কোনো দু’টি বিষয় থাকতে হবে – ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিসটিক্স৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে ম্যাথমেটিক্স বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স ও বি.এড পাশ হতে হবে৷  সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক৷ ইংরেজি মাধ্যমে শিক্ষকতার কাজে দক্ষ হতে হবে৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / কো – কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সোশ্যাল সায়েন্স (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ নিম্নলিখিত যে কোনো দু’টি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে – জিয়োগ্রাফি / পলিটিক্যাল সায়েন্স / ইকোনমিকস / সোশিয়োলজি / হিস্ট্রি৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে ৪ বছরের বি.এ. ও বি.এড পাশ হতে হবে৷  সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক৷ ইংরেজি মাধ্যমে শিক্ষকতার কাজে দক্ষ হতে হবে৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / একস্ট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৫) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ইংলিশ (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইংরেজিতে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের প্রতি বর্ষের পরীক্ষাতেই ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে ইংরেজিতে ৪ বছরের বি.এ. ও বি.এড পাশ হতে হবে৷  সিটেট / স্টেট  পরীক্ষায় পাশ করা আবশ্যক৷ শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / কো-কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৬) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সংসৃকত (রেগুলার): (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংস্কৃত বিষয়ে  গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড পাশ হতে হবে৷ সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক অথবা (খ) কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ রিজিয়োনাল কলেজ অফ এডুকেশন থেকে সংস্কৃত বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  সিটেট / স্টেট পরীক্ষায় পাশ করা আবশ্যক৷  শিক্ষকতার কাজে অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকলে ও স্পোর্টস / কো – কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৭) আর্ট মাস্টার (কনট্র্যাকচুয়াল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেইন্টিংয়ে স্পেশালাইজেশন সহ ফাইন আর্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ফাইন আর্ট / আর্ট / ড্রয়িং বিষয় সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ৪ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ২ বচরের অভিজ্ঞতা এবং ইংরেজি ও হিন্দি বিষয়ে সাবলীলতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৮) মিউজিক টিচার (কনট্র্যাকচুয়াল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে – ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে ৮ বছরের সঙ্গীত অলংকার বা প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ৮ বছরের সঙ্গীত প্রবীণ বা বি.এ (মিউজিক) সঙ্গে মিউজিকে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে বা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে মিউজিকে ৭ থেকে ৮ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষকতা করতে জানতে হবে৷ সংশ্লিষ্ট কাজে অভিজঞতা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও স্পোর্টস / কো-কারিক্যুলার অ্যাক্টিভিটিতে দক্ষ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷

(৯) লাইব্রেরিয়ান (কনট্র্যাকচুয়াল): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে৷ কম্পিউটার জানলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ এটি চুক্তিভিত্তিক চাকরি৷

(১০) ল্যাব অ্যাসিস্ট্যান্ট বায়োলজি (কনট্র্যাক্টচুয়াল): বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷

(১১) পিটিআই কাম মেট্রন (কনট্র্যাক্টচুয়াল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২২ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷

(১২) অফিস সুপারিনটেন্ড্যান্ট (কনট্র্যাক্টচুয়াল): গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুপারভাইজারি পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো স্কুলে আপার ডিভিশন ক্লার্ক পদে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজিতে চিঠিপত্র লেখার দক্ষতা ও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে৷ বয়স হতে হবে ২২ আগসট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.sainikschooljhansi.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Principal, Sainik School Jhansi (payable at SBI Bundelkhand Univ Jhansi)’ – এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসপোর্ট মাপের ছবি এবং নিজের নাম-ঠিকানা লেখ ২৭ টাকার ডাকটিকিট লাগানো একটি খাম জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Principal, Sainik School Jhansi (Uttar Pradesh), Shankargarh, Bhagwantpura, Jhansi – 284127৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.sainikschooljhansi.com/recruitment.php

Get details: Click Here

 

Share it :