Memo No 21 86 /Bcw &TDP:20
Applications are being invited for the following posts in Eklavya Model Residential Schools.
Post: Teacher in Charge:, Assistant Teacher, Superintendent of Boys Hostel, Matron of Girls Hostel, Clerk, Peon, Cook, Helper, Sweeper/.roilet cleaner, Night Guard.
Total vacancy: 14.
Eligibility: Post-wise different.
Age: Post-wise different.
Salary: Post-wise different.
Last Date of Online Application: 18th September, 2025 till 5 pm.
…………………………………………………………….
একলব্য মডেল স্কুলে ১৪ শিক্ষক ও অশিক্ষক কর্মী
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার ইন চার্জ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সুপারিনটেন্ডেন্ট অফ বয়েস হোস্টেল, মেট্রন অফ গার্লস হোস্টেল, ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সুইপার / টয়লেট ক্লিনার, নাইট গার্ড পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: পোস্ট গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.purulia.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্রসহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় ডাকযোগে বা নিজে গিয়ে জমা দিতে হবে —To The Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Purulia, PIN 723101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://purulia.gov.in/notice_category/recruitment/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।