Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 TEACHING & NON-TEACHING POSTS IN ERMS

Memo No 21 86 /Bcw &TDP:20

Applications are being invited for the following posts in Eklavya Model Residential Schools.

Post: Teacher in Charge:, Assistant Teacher, Superintendent of Boys Hostel, Matron of Girls Hostel, Clerk, Peon, Cook, Helper,  Sweeper/.roilet cleaner, Night Guard.

Total vacancy: 14.

Eligibility: Post-wise different.

Age: Post-wise different.

Salary: Post-wise different.

Last Date of Online Application: 18th September, 2025 till 5 pm.

…………………………………………………………….

একলব্য মডেল স্কুলে ১৪ শিক্ষক অশিক্ষক কর্মী

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার ইন চার্জ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সুপারিনটেন্ডেন্ট অফ বয়েস হোস্টেল, মেট্রন অফ গার্লস হোস্টেল, ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সুইপার / টয়লেট ক্লিনার, নাইট গার্ড পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা:  পোস্ট গ্র্যাজুয়েট ও বি.এড পাশ হতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন।

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.purulia.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷   নথিপত্রসহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় ডাকযোগে বা নিজে গিয়ে জমা দিতে হবে —To The Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Purulia, PIN 723101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://purulia.gov.in/notice_category/recruitment/

Official Notification: Click Here

Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)

Share it :

Leave a Reply