ADVT NO.BEL/HYD/2022-23/03
Bharat Electronics Limited invites applications for the following posts.
Post: Trainee Engineer-I, Project Engineer-I
Total vacancy: Trainee Engineer-I- 89, Project Engineer-I- 52
Eligibility: B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant Engineering disciplines.
Age: Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 30/09/2022.
Salary: Post-wise different
Application Fee: Trainee Engineer- Rs. 177, Project Engineer- Rs. 472.
Last Date of Online Application: 14/10/2022
………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার-I ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ১৪১ জন নিয়োগ করবে বছরের চুক্তির ভিত্তিতে৷ ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ২ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ট্রেনি ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিকস): ৬০, (২) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (মেকানিক্যাল): ২০, (৩) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (কম্পিউটার সায়েন্স): ৬, (৪) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রিক্যাল): ১, (৫) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (সিভিল): ২। এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা।
(খ) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিকস): ৩০, (২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (মেকানিক্যাল): ১৫, (৩) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (কম্পিউটার সায়েন্স): ৫, (৪) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রিক্যাল): ১, (৫) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (সিভিল): ১। এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, , তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা।
উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeoFbusWGjHbr3RMaD1nmLCc7HGdBHCUbR2jNkNAPpBfw9aOg/viewform?usp=sf_link লিংকে প্রদত্ত গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে। দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৭৭ টাকা ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪৭২ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ১৬ অক্টোবর, ২০২২ তারিখে লিখিত পরীক্ষা হবে এই ঠিকানায়- Little Flower Junior College, Opp. Survey of India, P&T Colony, Uppal, Hyderabad – 500039। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে ২০ অক্টোবর, ২০২২ তারিখে। নির্বাচিত প্রার্থীদের সংস্থার হায়দরাবাদ অফিসে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here
Google Form: Click Here