The Staff Selection Commission invites online applications for recruitment of Constable (Driver)-Male in Delhi Police.
Post: Constable (Driver)-Male
Total vacancy: 1411
Eligibility: a) 10+2 (Senior Secondary) passed or equivalent from a recognized Board (as on 29.07.2022 i.e. the closing date of receipt of online application) b) Should be able to drive heavy vehicles with confidence c) Valid driving license for Heavy Motor Vehicles (as on closing date of receipt of online application) d) Possess knowledge of maintenance of vehicles.
Age limit: 21-30 years as on 01-07-2022
Pay Scale: Rs.21700 – Rs.69100
Last Date of Application Submission: 29.07.2022 (2300 hours)
Application Fee: Rs. 100 (SC/ST/ESM candidates are exempted)
………………………..
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে কনস্টেবল (ড্রাইভার)-মেল পদে ১৪১১ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারী মোটরযান চালানোর দক্ষতা, বৈধ লাইসেন্স ও মেরামতির জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা চাকরি ছাড়ার পর ৩ বছর, রাজ্য / জাতীয় / আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ক্রীড়াবিদরা ৫ থেকে ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৪১১ (জেনাঃ ৬০৪, তঃজাঃ ২৬২, তঃউঃজাঃ ৫০, ওবিসি ৩৫৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৪১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা৷
শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি ৮১ সেমি (কমপক্ষে ৪ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দারা উচ্চতা ও ছাতির মাপে ৫ সেমি ছাড় পাবেন৷ চশমা ছাড়া দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ সেমি× ২ সেমি, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে/অফলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনও ফি লাগবে না৷ অনলাইনে ফি জমা দিতে হবে ৩০ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে ৩০ জুলাই, ২০২২ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ২৯ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক প্রশ্ন এইসব বিষয়ে – জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ২০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২০টি প্রশ্ন, ২০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (১০টি প্রশ্ন, ১০ নম্বর), ট্রেড বিষয়ক (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ ৩০ বছর বয়স পর্যন্ত থাকবে ৭ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১২ ফুট লংজাম্প ও সাড়ে ৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর বয়স পর্যন্ত থাকবে ৮ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১১ ফুট লংজাম্প, ৩ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প৷ ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে থাকবে ৯ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১০ ফুট লংজাম্প, ৩ ফুট হাইজাম্প৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর, ২০২২৷ পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল – কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, ধানবাদ, হাজারীবাগ, রাঁচি, জামশেদপুর, সম্বলপুর, ভুবনেশ্বর, বেরহামপুর, কটক, রৌরকেল্লা, বালাসোর, ঢেনকানল, গ্যাংটক, পোর্ট ব্লেয়ার৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://ssc.nic.in
Official Notification: click here