Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14191 CLERKS IN SBI

Advertisement No. CRPD/CR/2024-25/24

Online applications are invited from eligible Indian Citizens for appointment as Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India.

Post: Junior Associate (Customer Support & Sales)

Total vacancy: 14191

Eligibility:  Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by Central Government.

Age: 20 to 28 years (as on 01/04/2024).

Pay Scale: Rs.24050-Rs. 64480

Last Date of Online Application: 7/1/2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৪,১৯১ ক্লার্ক

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে দেশব্যাপী বিভিন্ন শাখায় ১৪,১৯১ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত  যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে / সেমিস্টারে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ তবে নির্বাচিত হলে ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাশ করেছেন এই মর্মে পাশের প্রমাণপত্র দাখিল করতে হবে৷ যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷

বয়স: ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷

বেতনক্রম: প্রতি মাসে ২৪,৫০০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/web/careers/current-openings বা https://www.sbi.co.in/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না।

Official websitehttps://sbi.co.in

Official Notification: Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/১২/২০২৪)।

Share it :

Leave a Reply